ব্রিটেনে পৌঁছেছে ফাইজারের করোনা ভ্যাকসিন
অনুমোদন পাওয়ার একদিন পরই বৃহস্পতিবার রাতে যুক্তরাজ্যে পৌঁছেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের করোনার ভ্যাকসিন।
ড্রাই আইস দিয়ে সংরক্ষণ করে বেলজিয়ামের গবেষণাগার থেকে ব্রিটেনে পৌঁছে ফাইজারের এ ভ্যাকসিন। খবর ওয়াট স্ট্রিট জার্নালের।
বুধবার মার্কিন প্রতিষ্ঠানটির তৈরি প্রতিষেধকটি জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে বরিস জনসনের সরকার। এক দিন পরে বৃহস্পতিবারই দেশটিতে পৌঁছাল তাদের টিকা।
ফাইজার কিংবা ডাউনিং স্ট্রিট এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেনি। যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে ৮ লাখ ডোজ হাতে আসবে। টিকা দেয়া শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গেই।
বেলজিয়াম থেকে ইউরোটানেল হয়ে কয়েকটি ট্রাকে করে ব্রিটেনে ঢোকে এ ভ্যাকসিন। সেগুলোর গায়ে কিছু লেখা ছিল না। এর পর ইংল্যান্ড, ওয়েলেস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের কিছু গোপন স্টোরেজে পাঠানো হয়েছে।
ওই স্টোরেজগুলো থেকে আগামী সপ্তাহের গোড়ায় ৫০টি হাসপাতালকে ভাগ করে দেয়া হবে বলে স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
ফাইজারের ভ্যাকসিনটি তৈরির পিছনে রয়েছে তাদের সহযোগী জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ব্রিটেনে পৌঁছেছে ফাইজারের করোনা ভ্যাকসিন
অনুমোদন পাওয়ার একদিন পরই বৃহস্পতিবার রাতে যুক্তরাজ্যে পৌঁছেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের করোনার ভ্যাকসিন।
ড্রাই আইস দিয়ে সংরক্ষণ করে বেলজিয়ামের গবেষণাগার থেকে ব্রিটেনে পৌঁছে ফাইজারের এ ভ্যাকসিন। খবর ওয়াট স্ট্রিট জার্নালের।
বুধবার মার্কিন প্রতিষ্ঠানটির তৈরি প্রতিষেধকটি জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে বরিস জনসনের সরকার। এক দিন পরে বৃহস্পতিবারই দেশটিতে পৌঁছাল তাদের টিকা।
ফাইজার কিংবা ডাউনিং স্ট্রিট এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেনি। যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে ৮ লাখ ডোজ হাতে আসবে। টিকা দেয়া শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গেই।
বেলজিয়াম থেকে ইউরোটানেল হয়ে কয়েকটি ট্রাকে করে ব্রিটেনে ঢোকে এ ভ্যাকসিন। সেগুলোর গায়ে কিছু লেখা ছিল না। এর পর ইংল্যান্ড, ওয়েলেস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের কিছু গোপন স্টোরেজে পাঠানো হয়েছে।
ওই স্টোরেজগুলো থেকে আগামী সপ্তাহের গোড়ায় ৫০টি হাসপাতালকে ভাগ করে দেয়া হবে বলে স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
ফাইজারের ভ্যাকসিনটি তৈরির পিছনে রয়েছে তাদের সহযোগী জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক।