ভারতে ভ্যাকসিন নিয়েও করোনা থেকে রেহাই পেলেন না মন্ত্রী!
অনলাইন ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২০, ১৪:০৫:৫১ | অনলাইন সংস্করণ
দুই সপ্তাহ আগে করোনাভাইরাসের ট্রায়াল ডোজ নিয়েছিলেন ভারতের হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। তারপরও করোনা থেকে রেহাই পেলেন না। কোভিড আক্রান্ত হওয়ারপর শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি অনিল ভিজ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন।
শনিবার এক টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আম্বলা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি হয়েছি। এই কদিনের মধ্যে যারা আমার কাছাকাছি এসেছেন, তারা কোভিড টেস্ট করিয়ে নিন।’
এনডিটিভি জানিয়েছে, গত ২০ নভেম্বর ভারত বায়োটেকের করোনাভাইরাস প্রতিরোধী টিকা কোভ্যাকসিনের (Covaxin) ট্রায়াল ডোজ নিয়েছিলেন অনিল ভিজ। কিন্তু ভ্যাকসিন নেয়ার পরও তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি। শনিবার করোনার টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পরই ৬৭ বছর বয়সী অনিল ভিজের চিকিত্সা শুরু হয়েছে।
I have been tested Corona positive. I am admitted in Civil Hospital Ambala Cantt. All those who have come in close contact to me are advised to get themselves tested for corona.
— ANIL VIJ MINISTER HARYANA (@anilvijminister) December 5, 2020
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভারতে ভ্যাকসিন নিয়েও করোনা থেকে রেহাই পেলেন না মন্ত্রী!
দুই সপ্তাহ আগে করোনাভাইরাসের ট্রায়াল ডোজ নিয়েছিলেন ভারতের হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। তারপরও করোনা থেকে রেহাই পেলেন না। কোভিড আক্রান্ত হওয়ার পর শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি অনিল ভিজ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন।
শনিবার এক টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আম্বলা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি হয়েছি। এই কদিনের মধ্যে যারা আমার কাছাকাছি এসেছেন, তারা কোভিড টেস্ট করিয়ে নিন।’
এনডিটিভি জানিয়েছে, গত ২০ নভেম্বর ভারত বায়োটেকের করোনাভাইরাস প্রতিরোধী টিকা কোভ্যাকসিনের (Covaxin) ট্রায়াল ডোজ নিয়েছিলেন অনিল ভিজ। কিন্তু ভ্যাকসিন নেয়ার পরও তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি। শনিবার করোনার টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পরই ৬৭ বছর বয়সী অনিল ভিজের চিকিত্সা শুরু হয়েছে।
I have been tested Corona positive. I am admitted in Civil Hospital Ambala Cantt. All those who have come in close contact to me are advised to get themselves tested for corona.
— ANIL VIJ MINISTER HARYANA (@anilvijminister) December 5, 2020