ব্রাজিলে করোনায় মৃত্যু ২ লাখ ছাড়াল
কোভিড-১৯ এ বিপর্যস্ত গোটা বিশ্ব। কোনো কোনো দেশে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ লেগেছে। ব্রাজিলে ইতিমধ্যে করোনায় মৃত্যু দুই লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।
করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, শুক্রবার বিকাল ৪ টা পর্যন্ত করোনাভাইরাসে ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ৬১ হাজার ৬৭৩ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৪৯৮ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০ লাখ ৯৬ হাজার ৯৩১ জন।
বৃহস্পতিবার একদিনে নতুন করে ৮৭ হাজার ১৩৪ জন শনাক্ত হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ১ হাজার ৪৫৫ জন।
শুরু থেকে আক্রান্ত ও মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারোর অবহেলা ও নীতিকে দায়ী করা হয়ে থাকে।
লাতিন আমেরিকার কয়েকটি দেশে করোনা রোধে টিকাদান কর্মসূচি শুরু হলেও ব্রাজিল এখনও পিছিয়ে আছে। এ নিয়ে সরকারের প্রতি ক্ষুব্ধ দেশটির জনগণ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ব্রাজিলে করোনায় মৃত্যু ২ লাখ ছাড়াল
কোভিড-১৯ এ বিপর্যস্ত গোটা বিশ্ব। কোনো কোনো দেশে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ লেগেছে। ব্রাজিলে ইতিমধ্যে করোনায় মৃত্যু দুই লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।
করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, শুক্রবার বিকাল ৪ টা পর্যন্ত করোনাভাইরাসে ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ৬১ হাজার ৬৭৩ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৪৯৮ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০ লাখ ৯৬ হাজার ৯৩১ জন।
বৃহস্পতিবার একদিনে নতুন করে ৮৭ হাজার ১৩৪ জন শনাক্ত হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ১ হাজার ৪৫৫ জন।
শুরু থেকে আক্রান্ত ও মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারোর অবহেলা ও নীতিকে দায়ী করা হয়ে থাকে।
লাতিন আমেরিকার কয়েকটি দেশে করোনা রোধে টিকাদান কর্মসূচি শুরু হলেও ব্রাজিল এখনও পিছিয়ে আছে। এ নিয়ে সরকারের প্রতি ক্ষুব্ধ দেশটির জনগণ।