করোনার টিকা নিলেন রানি এলিজাবেথ
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী এডিনবার্গের ডিউক প্রিন্স ফিলিপ করোনাভাইরাসের টিকা নিয়েছেন।
বাকিংহ্যাম প্যালেসের মুখপাত্র শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।
উইন্ডসর প্রাসাদে রাজপরিবারের একজন চিকিৎসকের কাছে রানি ও তার স্বামী করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।
লকডাউনের পর থেকে ৯৪ বছর বয়সী রানি এবং ৯৯ বছর বয়সী ফিলিপ উইন্ডসর প্রসাদেই অবস্থান করছেন।
২০২০ সালের মার্চে এ রাজদম্পতির ছেলে প্রিন্স চার্লসের (৭২) করোনা ধরা পড়ে।
মহামারী করোনা থেকে বাঁচতে যুক্তরাজ্যে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনার টিকা নিলেন রানি এলিজাবেথ
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী এডিনবার্গের ডিউক প্রিন্স ফিলিপ করোনাভাইরাসের টিকা নিয়েছেন।
বাকিংহ্যাম প্যালেসের মুখপাত্র শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।
উইন্ডসর প্রাসাদে রাজপরিবারের একজন চিকিৎসকের কাছে রানি ও তার স্বামী করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।
লকডাউনের পর থেকে ৯৪ বছর বয়সী রানি এবং ৯৯ বছর বয়সী ফিলিপ উইন্ডসর প্রসাদেই অবস্থান করছেন।
২০২০ সালের মার্চে এ রাজদম্পতির ছেলে প্রিন্স চার্লসের (৭২) করোনা ধরা পড়ে।
মহামারী করোনা থেকে বাঁচতে যুক্তরাজ্যে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন।