ভারতে আরও ১৮১ কোভিড রোগীর মৃত্যু, শনাক্ত ১৫১৪৪
অনলাইন ডেস্ক
১৭ জানুয়ারি ২০২১, ১২:৫৭:১৯ | অনলাইন সংস্করণ
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ হাজার ১৪৪ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক কোটি পাঁচ লাখ ৫৭ হাজার ৯৮৫ জন।
এই সময়ে মারা গেছেন ১৮১ জন। এখন পর্যন্ত করোনায় এক লাখ ৫২ হাজার ২৭৪ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১৭০ জন সুস্থসহ মোট এক কোটি এক লাখ ৯৬ হাজার রোগী করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।
রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া কোভিড রোগীর মধ্যে মহারাষ্ট্রেই প্রাণ হারিয়েছেন ৫২ জন, কেরালায় ২৭, পশ্চিমবঙ্গে ১৫ ও উত্তরপ্রদেশে ১২ জন।
মহারাষ্ট্রে এখন পর্যন্ত ৫০ হাজার ৩৮৮ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এ রাজ্যে ১২ হাজার ২৫৭ জনের প্রাণহানি হয়েছে।
কর্নাটকে করোনায় মারা গেছেন ১২ হাজার ১৬২ জন, দিল্লিতে ১০ হাজার ৭৩৮ এবং পশ্চিমবঙ্গে ১০ হাজার ৪১ জন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভারতে আরও ১৮১ কোভিড রোগীর মৃত্যু, শনাক্ত ১৫১৪৪
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ হাজার ১৪৪ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক কোটি পাঁচ লাখ ৫৭ হাজার ৯৮৫ জন।
এই সময়ে মারা গেছেন ১৮১ জন। এখন পর্যন্ত করোনায় এক লাখ ৫২ হাজার ২৭৪ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১৭০ জন সুস্থসহ মোট এক কোটি এক লাখ ৯৬ হাজার রোগী করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।
রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া কোভিড রোগীর মধ্যে মহারাষ্ট্রেই প্রাণ হারিয়েছেন ৫২ জন, কেরালায় ২৭, পশ্চিমবঙ্গে ১৫ ও উত্তরপ্রদেশে ১২ জন।
মহারাষ্ট্রে এখন পর্যন্ত ৫০ হাজার ৩৮৮ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এ রাজ্যে ১২ হাজার ২৫৭ জনের প্রাণহানি হয়েছে।
কর্নাটকে করোনায় মারা গেছেন ১২ হাজার ১৬২ জন, দিল্লিতে ১০ হাজার ৭৩৮ এবং পশ্চিমবঙ্গে ১০ হাজার ৪১ জন।