ব্রিটেনে করোনার টিকা নিয়ে ভয় দূর করছেন ইমামরা
অনলাইন ডেস্ক
২৪ জানুয়ারি ২০২১, ১২:৩৩:০৯ | অনলাইন সংস্করণ
করোনাভাইরসের টিকা নিয়ে মানুষের মনে সংশয় দূর করতে এবার ইমামদের দ্বারস্থ হলো ব্রিটেন।
দেশটির মসজিদের ইমামরা জুমার নামাজে করোনার টিকা নিয়ে মানুষের ভয় দূর করতে বিশেষ বয়ান দেন। খবর এএফপি ও আরব নিউজের।
দেশটিতে এর মধ্যে করোনার দুটি টিকা দেওয়া শুরু হয়েছে। তা সত্ত্বেও কমছে না করোনা মহামারীর প্রকোপ। তার ওপর যোগ হয়েছে করোনার নতুন ধরন।
সব মিলিয়ে বেশ খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশটির সার্বিক পরিস্থিতি। এ অবস্থায় পার্শ্বপ্রতিক্রিয়ার কথা চিন্তা করে অনেকেই করোনার টিকা নিতে ভয় পাচ্ছেন।
তাদের এসব অহেতুক সংশয় দূর করতে এগিয়ে এসেছেন দেশটির মসজিদের ইমামরা। তারা মানুষকে বোঝাচ্ছেন আবিষ্কৃত করোনার টিকা নিরাপদ। এটি নিলে কোনো সমস্যা হবে না, বরং করোনার মহামারী রুখতে এ টিকার বিকল্প নেই।
ব্রিটনের জাতীয় মসজিদ ও ইমাম পরামর্শ বোর্ডের (এমআইএনএবি) সভাপতি কারি আসিম এ করোনার টিকার বিষয়ে ওই প্রচারাভিযানের নেতৃত্ব দিচ্ছেন।
ইসলামের আলোকে টিকা নেওয়া কতটুকু বৈধ তা তিনি কমিউনিটির সবার কাছে ব্যাখ্যা করছেন। যুক্তরাজ্যে বর্তমানে অক্সফোর্ড-এস্ট্রাজেনেকা ও ফাইজার-বায়োএনটেকের দুটি টিকা প্রয়োগ করা হচ্ছে।
দেশবাসীর আত্মবিশ্বাস বাড়াতে এখন প্রচারে নেমেছেন যুক্তরাজ্যের ইমামরা। দেশটির পাকিস্তান ও বাংলাদেশিসহ ২৮ লাখেরও বেশি মুসলিম বসবাস করছেন।
করোনার টিকায় শূকরের জেলাটিন বা অ্যালকোহল আছে বলে অনেক মুসলমানের ধারণা। এ কারণেই তারা করোনার টিকা নিতে চাচ্ছেন না।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ব্রিটেনে করোনার টিকা নিয়ে ভয় দূর করছেন ইমামরা
করোনাভাইরসের টিকা নিয়ে মানুষের মনে সংশয় দূর করতে এবার ইমামদের দ্বারস্থ হলো ব্রিটেন।
দেশটির মসজিদের ইমামরা জুমার নামাজে করোনার টিকা নিয়ে মানুষের ভয় দূর করতে বিশেষ বয়ান দেন। খবর এএফপি ও আরব নিউজের।
দেশটিতে এর মধ্যে করোনার দুটি টিকা দেওয়া শুরু হয়েছে। তা সত্ত্বেও কমছে না করোনা মহামারীর প্রকোপ। তার ওপর যোগ হয়েছে করোনার নতুন ধরন।
সব মিলিয়ে বেশ খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশটির সার্বিক পরিস্থিতি। এ অবস্থায় পার্শ্বপ্রতিক্রিয়ার কথা চিন্তা করে অনেকেই করোনার টিকা নিতে ভয় পাচ্ছেন।
তাদের এসব অহেতুক সংশয় দূর করতে এগিয়ে এসেছেন দেশটির মসজিদের ইমামরা। তারা মানুষকে বোঝাচ্ছেন আবিষ্কৃত করোনার টিকা নিরাপদ। এটি নিলে কোনো সমস্যা হবে না, বরং করোনার মহামারী রুখতে এ টিকার বিকল্প নেই।
ব্রিটনের জাতীয় মসজিদ ও ইমাম পরামর্শ বোর্ডের (এমআইএনএবি) সভাপতি কারি আসিম এ করোনার টিকার বিষয়ে ওই প্রচারাভিযানের নেতৃত্ব দিচ্ছেন।
ইসলামের আলোকে টিকা নেওয়া কতটুকু বৈধ তা তিনি কমিউনিটির সবার কাছে ব্যাখ্যা করছেন। যুক্তরাজ্যে বর্তমানে অক্সফোর্ড-এস্ট্রাজেনেকা ও ফাইজার-বায়োএনটেকের দুটি টিকা প্রয়োগ করা হচ্ছে।
দেশবাসীর আত্মবিশ্বাস বাড়াতে এখন প্রচারে নেমেছেন যুক্তরাজ্যের ইমামরা। দেশটির পাকিস্তান ও বাংলাদেশিসহ ২৮ লাখেরও বেশি মুসলিম বসবাস করছেন।
করোনার টিকায় শূকরের জেলাটিন বা অ্যালকোহল আছে বলে অনেক মুসলমানের ধারণা। এ কারণেই তারা করোনার টিকা নিতে চাচ্ছেন না।