করোনায় আক্রান্ত কার্লোস স্লিম হাসপাতালে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেক্সিকোর ধনকুবের ও বিশ্বের অন্যতম ধনী কার্লোস স্লিম হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে তিনি সেরে উঠছেন বলে জানা গেছে। বুধবার তার পরিবারের একজন মুখপাত্র এ কথা জানান।
মেক্সিকান ব্যবসায়ী এবং স্লিমের জামাতা আরতরো ইলিয়াস আইয়ুব জানান, ৮০ বছর বয়সী কার্লোস স্লিম পরিচর্যা ও পর্যবেক্ষণে থাকার জন্যে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তিনি ভালো আছেন।
ছেলে কার্লোস স্লিম ডোমিত সোমবার টুইটারে তার পিতার কোভিড ১৯ এ আক্রান্ত হওয়ার খবর জানান। উপসর্গ মৃদু বলেও তিনি উল্লেখ করেন।
মেক্সিকোর বৃহৎ টেলিকম কোম্পানি আমেরিকা মোবিল এর নিয়ন্ত্রণকারী স্লিম ও তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ৫৮.৫ বিলিয়ন ডলার।
ফোর্বস ম্যাগাজিন তাকে ল্যাটিন আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে উল্লেখ করেছে।
উল্লেখ্য, মেক্সিকোয় এ পর্যন্ত প্রায় ১৮ লাখ লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছে এক লাখ ৫২ হাজারেরও বেশি লোক।
বিশ্বে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পর করোনায় সবচেয়ে বেশি লোক মারা গেছে মেক্সিকোতে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনায় আক্রান্ত কার্লোস স্লিম হাসপাতালে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেক্সিকোর ধনকুবের ও বিশ্বের অন্যতম ধনী কার্লোস স্লিম হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে তিনি সেরে উঠছেন বলে জানা গেছে। বুধবার তার পরিবারের একজন মুখপাত্র এ কথা জানান।
মেক্সিকান ব্যবসায়ী এবং স্লিমের জামাতা আরতরো ইলিয়াস আইয়ুব জানান, ৮০ বছর বয়সী কার্লোস স্লিম পরিচর্যা ও পর্যবেক্ষণে থাকার জন্যে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তিনি ভালো আছেন।
ছেলে কার্লোস স্লিম ডোমিত সোমবার টুইটারে তার পিতার কোভিড ১৯ এ আক্রান্ত হওয়ার খবর জানান। উপসর্গ মৃদু বলেও তিনি উল্লেখ করেন।
মেক্সিকোর বৃহৎ টেলিকম কোম্পানি আমেরিকা মোবিল এর নিয়ন্ত্রণকারী স্লিম ও তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ৫৮.৫ বিলিয়ন ডলার।
ফোর্বস ম্যাগাজিন তাকে ল্যাটিন আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে উল্লেখ করেছে।
উল্লেখ্য, মেক্সিকোয় এ পর্যন্ত প্রায় ১৮ লাখ লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছে এক লাখ ৫২ হাজারেরও বেশি লোক।
বিশ্বে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পর করোনায় সবচেয়ে বেশি লোক মারা গেছে মেক্সিকোতে।