মালয়েশিয়ায় প্রথম করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী মহিউদ্দিন
আহমাদুল কবির, মালয়েশিয়া
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩০:৪৪ | অনলাইন সংস্করণ
মালয়েশিয়ায় করোনাভাইরাসের প্রথমটিকা নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। প্রধানমন্ত্রীর টিকা নেওয়ার মধ্য দিয়ে দেশটিতে করোনার টিকা দেওয়া শুরু হল।
বুধবার পুত্রজায়ার জেলা স্বাস্থ্য অফিসে (পিকেডি) জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে স্থানীয় সময় আড়াইটায় টিকা নেন মালয়শিয়ার সরকার প্রধান।
এর মাধ্যমে দেশের জনগণের কাছে ওয়াদা পালন করে প্রশংসিত হয়েছেন মহিউদ্দিন ইয়াসিন।
টিকা নেওয়ার পর দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা নির্ভয়ে টিকা নিতে পারেন। করোনা থেকে আমাদের রক্ষা করতে হবে।
প্রধানমন্ত্রীর পর দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও চারজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সদস্যদের টিকা দেওয়া হয়।
উল্লেখ্য দেশটির করোনার টিকা ৮০ শতাংশ জনগোষ্ঠী বা দুই কোটি ৬৫ লাখ মানুষকে তিনটি ধাপে প্রদান করা হবে।
আগামী এপ্রিল পর্যন্ত প্রথম ধাপে পাঁচ লাখ সম্মুখসারির করোনা যোদ্ধাকে টিকা দেওয়া হবে। এরপর এপ্রিল থেকে আগস্টে দ্বিতীয় ধাপে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ৬০ বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং হৃদরোগ, স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও প্রতিবন্ধী ব্যক্তিদের এই টিকা দেওয়া হবে।
এরপর মে মাস থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তৃতীয় ধাপের টিকা কার্যক্রম। এই ধাপে ১৮ বা তারও বেশি বয়সীদের টিকার আওতায় আনা হবে।
এছাড়াও মালয়েশিয়ায় অবস্থানরত বৈধ-অবৈধ অভিবাসীদের করোনাভাইরাসের ভ্যাকসিন ফ্রি দেওয়া হবে বলেও ঘোষণা দেয় দেশটি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মালয়েশিয়ায় প্রথম করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী মহিউদ্দিন
মালয়েশিয়ায় করোনাভাইরাসের প্রথম টিকা নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। প্রধানমন্ত্রীর টিকা নেওয়ার মধ্য দিয়ে দেশটিতে করোনার টিকা দেওয়া শুরু হল।
বুধবার পুত্রজায়ার জেলা স্বাস্থ্য অফিসে (পিকেডি) জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে স্থানীয় সময় আড়াইটায় টিকা নেন মালয়শিয়ার সরকার প্রধান ।
এর মাধ্যমে দেশের জনগণের কাছে ওয়াদা পালন করে প্রশংসিত হয়েছেন মহিউদ্দিন ইয়াসিন।
টিকা নেওয়ার পর দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা নির্ভয়ে টিকা নিতে পারেন। করোনা থেকে আমাদের রক্ষা করতে হবে।
প্রধানমন্ত্রীর পর দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও চারজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সদস্যদের টিকা দেওয়া হয়।
উল্লেখ্য দেশটির করোনার টিকা ৮০ শতাংশ জনগোষ্ঠী বা দুই কোটি ৬৫ লাখ মানুষকে তিনটি ধাপে প্রদান করা হবে।
আগামী এপ্রিল পর্যন্ত প্রথম ধাপে পাঁচ লাখ সম্মুখসারির করোনা যোদ্ধাকে টিকা দেওয়া হবে। এরপর এপ্রিল থেকে আগস্টে দ্বিতীয় ধাপে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ৬০ বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং হৃদরোগ, স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও প্রতিবন্ধী ব্যক্তিদের এই টিকা দেওয়া হবে।
এরপর মে মাস থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তৃতীয় ধাপের টিকা কার্যক্রম। এই ধাপে ১৮ বা তারও বেশি বয়সীদের টিকার আওতায় আনা হবে।
এছাড়াও মালয়েশিয়ায় অবস্থানরত বৈধ-অবৈধ অভিবাসীদের করোনাভাইরাসের ভ্যাকসিন ফ্রি দেওয়া হবে বলেও ঘোষণা দেয় দেশটি।