টানা ৮ দিন করোনায় মৃত্যু নেই রাজশাহীতে
রাজশাহী বিভাগে টানা ৮ দিন করোনাভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি বিভাগের সিরাজগঞ্জে একজনের মৃত্যু হয়েছিল। এরপর মঙ্গলবার পর্যন্ত কারও মৃত্যু হয়নি।
বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ২৫০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়।
দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিভাগে নতুন সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন সুস্থ হয়েছেন ১৪ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৬৬৫ জন। এদের মধ্যে ২৪ হাজার ২৮৮ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৯৪ জন কোভিড-১৯ রোগী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
টানা ৮ দিন করোনায় মৃত্যু নেই রাজশাহীতে
রাজশাহী বিভাগে টানা ৮ দিন করোনাভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি বিভাগের সিরাজগঞ্জে একজনের মৃত্যু হয়েছিল। এরপর মঙ্গলবার পর্যন্ত কারও মৃত্যু হয়নি।
বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ২৫০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়।
দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিভাগে নতুন সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন সুস্থ হয়েছেন ১৪ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৬৬৫ জন। এদের মধ্যে ২৪ হাজার ২৮৮ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৯৪ জন কোভিড-১৯ রোগী।