করোনা নিয়ে ‘বিলাপ বন্ধ’ করতে বললেন বলসোনারো
কোভিড-১৯ রোগনিয়ে ব্রাজিলের জনগণকে বিলাপ বন্ধ করতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারো।
দেশটিতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়লেও করোনা নিয়ন্ত্রণে নিতে বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করেছেন তিনি।
এমন এক সময় বলসোনারো এ মন্তব্য করলেন যখন মহামারীতে ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যার রেকর্ডসংখ্যা গড়েছে ব্রাজিল।
বিবিসি ও বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।
দক্ষিণ আমেরিকার দেশটিতে করোনা এ যাবতকালের সবচেয়ে বড় আঘাত হেনেছে। এতে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা চরম বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। বেশ কয়েকটি শহর নিজস্ব ব্যবস্থাপনায় বিধিনিষেধ আরোপ করেছে।
এই ডানপন্থী রাজনীতিবিদ গত বছর নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন। তবুও বিশেষজ্ঞদের উপদেশ লঙ্ঘন করে যাচ্ছেন তিনি।
মধ্যাঞ্চলীয় শহর গোআইসে একটি নতুন রেললাইনের উদ্বোধনীতে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, কান্নাকাটি বন্ধ করুন। এ নিয়ে আর কতদিন এভাবে কেঁদে যাবেন? কতদিন আপনি ঘরে আটকে থাকবেন? কতদিন আপনি সবকিছু বন্ধ রাখতে পারবেন? লোকজন আর নিতে পারছে না।
তিনি বলেন, মৃতদের নিয়ে আমরা অনুতপ্ত। কিন্তু সবকিছু যদি আমরা বন্ধ করে রাখি, তাহলে ব্রাজিলের ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে?
ব্রাজিলে এখন পর্যন্ত দুই লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে কোভিডে। যুক্তরাষ্ট্রের পর কোনো দেশে এটিই সর্বোচ্চ মৃত্যু।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনা নিয়ে ‘বিলাপ বন্ধ’ করতে বললেন বলসোনারো
কোভিড-১৯ রোগ নিয়ে ব্রাজিলের জনগণকে বিলাপ বন্ধ করতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারো।
দেশটিতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়লেও করোনা নিয়ন্ত্রণে নিতে বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করেছেন তিনি।
এমন এক সময় বলসোনারো এ মন্তব্য করলেন যখন মহামারীতে ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যার রেকর্ডসংখ্যা গড়েছে ব্রাজিল।
বিবিসি ও বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।
দক্ষিণ আমেরিকার দেশটিতে করোনা এ যাবতকালের সবচেয়ে বড় আঘাত হেনেছে। এতে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা চরম বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। বেশ কয়েকটি শহর নিজস্ব ব্যবস্থাপনায় বিধিনিষেধ আরোপ করেছে।
এই ডানপন্থী রাজনীতিবিদ গত বছর নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন। তবুও বিশেষজ্ঞদের উপদেশ লঙ্ঘন করে যাচ্ছেন তিনি।
মধ্যাঞ্চলীয় শহর গোআইসে একটি নতুন রেললাইনের উদ্বোধনীতে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, কান্নাকাটি বন্ধ করুন। এ নিয়ে আর কতদিন এভাবে কেঁদে যাবেন? কতদিন আপনি ঘরে আটকে থাকবেন? কতদিন আপনি সবকিছু বন্ধ রাখতে পারবেন? লোকজন আর নিতে পারছে না।
তিনি বলেন, মৃতদের নিয়ে আমরা অনুতপ্ত। কিন্তু সবকিছু যদি আমরা বন্ধ করে রাখি, তাহলে ব্রাজিলের ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে?
ব্রাজিলে এখন পর্যন্ত দুই লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে কোভিডে। যুক্তরাষ্ট্রের পর কোনো দেশে এটিই সর্বোচ্চ মৃত্যু।