নোয়াখালীতে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬০
jugantor
নোয়াখালীতে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬০

  কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি  

১৪ জুন ২০২১, ১১:৩৩:২৯  |  অনলাইন সংস্করণ

করোনাভাইরাস

নোয়াখালীর বেগমগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৬৪৫ জন। নতুন শনাক্তের হার শতকরা ২০ দশমিক ৯১ শতাংশ।

সোমবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি ল্যাবে ২৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে সদরে ২৬, বেগমগঞ্জে ১২, সোনাইমুড়ীতে ১২, চাটখিলে দুই, সেনবাগে চার, কোম্পানীগঞ্জে এক ও কবিরহাট উপজেলার তিন রোগী রয়েছে।

জেলায় মোট সুস্থ হয়েছেন সাত হাজার ৬৮ জন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার শতকরা ৭৩ দশমিক ২৮ শতাংশ। আইসোলেশনে রয়েছেন ২৪৫০ জন ও শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী কোভিড হাসপাতালে ভর্তি আছেন ৫৫ রোগী।

নোয়াখালীতে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬০

 কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি 
১৪ জুন ২০২১, ১১:৩৩ এএম  |  অনলাইন সংস্করণ
করোনাভাইরাস
ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৬৪৫ জন। নতুন শনাক্তের হার শতকরা ২০ দশমিক ৯১ শতাংশ।

সোমবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি ল্যাবে ২৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে সদরে ২৬, বেগমগঞ্জে ১২, সোনাইমুড়ীতে ১২, চাটখিলে দুই, সেনবাগে চার, কোম্পানীগঞ্জে এক ও কবিরহাট উপজেলার তিন রোগী রয়েছে।

জেলায় মোট সুস্থ হয়েছেন সাত হাজার ৬৮ জন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার শতকরা ৭৩ দশমিক ২৮ শতাংশ। আইসোলেশনে রয়েছেন ২৪৫০ জন ও শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী কোভিড হাসপাতালে ভর্তি আছেন ৫৫ রোগী।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস