একটা ফোনকলেই রোগীর বাড়ি পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার
সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ১৩:৪৩:৩৮ | অনলাইন সংস্করণ
দেশে করোনা মহামারির প্রাদুর্ভাব অতীতের সব রেকর্ড ভেঙে একের পর এক নতুন রেকর্ড গড়ছে। হাসপাতালগুলোতে বাড়ছে করোনা রোগীর চাপ। সংকট দেখা দিচ্ছে আইসিইউ বেডসহ অক্সিজেনের। হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ।
এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে করোনা রোগীদের বিনা খরচে বাড়িতে গিয়ে অক্সিজেন সহায়তা দেওয়ার নতুন দিগন্ত উন্মোচন করলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।
মঙ্গলবার দুপুরে শহরের এসএস রোডস্থ নিজ বাসভবনের হলরুমে এ মহতী উদ্যোগের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।
এ সময় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না বলেন, হাসপাতালে করোনা রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। রোগীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে আমরা ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটরের ব্যবস্থা করেছি। রোগী তার প্রয়োজনে ০১৫৩৩-১৯৯৪৩৯ ও ০১৭২৫-৭১৩৪৬৮ হট লাইন নম্বরে ফোন করে এ সেবা নিতে পারবে।
তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকার যে কোনো জায়গায় ২৪ ঘণ্টা এ সেবা পৌঁছে দেওয়া হবে। এ জন্য একটি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। যারা সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে প্রস্তুত থাকবে।
তিনি বলেন, এ অক্সিজেন কনসেন্ট্রেটর একটি ইলেক্ট্রিক লাইনের মাধ্যমে অন করতে হবে। এর পর পানির সাহায্যে সয়ংক্রিয়ভাবে বাতাস থেকে অক্সিজেন উৎপন্ন করে রোগীর অক্সিজেন ঘাটতি পূরণ করবে। রোগীর অক্সিজেনের প্রয়োজন নিশ্চিত করবে অক্সিমিটার মেশিন। ৯০ এর নিচে অক্সিজেন লেভেল নেমে এলে এটি প্রয়োগ করতে হবে। প্রতিটি অক্সিজেন কনসেন্ট্রেটরে পাঁচ লিটার পর্যন্ত অক্সিজেনের ধারণক্ষমতা রয়েছে। পর্যায়ক্রমে অক্সিজেন কনসেন্ট্রেটর আরও বৃদ্ধি করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগ নেতা মোস্তফা কামাল খান, আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, অ্যাডভোকেট ওয়াস করোণী লকেট, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
একটা ফোনকলেই রোগীর বাড়ি পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার
দেশে করোনা মহামারির প্রাদুর্ভাব অতীতের সব রেকর্ড ভেঙে একের পর এক নতুন রেকর্ড গড়ছে। হাসপাতালগুলোতে বাড়ছে করোনা রোগীর চাপ। সংকট দেখা দিচ্ছে আইসিইউ বেডসহ অক্সিজেনের। হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ।
এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে করোনা রোগীদের বিনা খরচে বাড়িতে গিয়ে অক্সিজেন সহায়তা দেওয়ার নতুন দিগন্ত উন্মোচন করলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।
মঙ্গলবার দুপুরে শহরের এসএস রোডস্থ নিজ বাসভবনের হলরুমে এ মহতী উদ্যোগের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।
এ সময় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না বলেন, হাসপাতালে করোনা রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। রোগীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে আমরা ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটরের ব্যবস্থা করেছি। রোগী তার প্রয়োজনে ০১৫৩৩-১৯৯৪৩৯ ও ০১৭২৫-৭১৩৪৬৮ হট লাইন নম্বরে ফোন করে এ সেবা নিতে পারবে।
তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকার যে কোনো জায়গায় ২৪ ঘণ্টা এ সেবা পৌঁছে দেওয়া হবে। এ জন্য একটি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। যারা সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে প্রস্তুত থাকবে।
তিনি বলেন, এ অক্সিজেন কনসেন্ট্রেটর একটি ইলেক্ট্রিক লাইনের মাধ্যমে অন করতে হবে। এর পর পানির সাহায্যে সয়ংক্রিয়ভাবে বাতাস থেকে অক্সিজেন উৎপন্ন করে রোগীর অক্সিজেন ঘাটতি পূরণ করবে। রোগীর অক্সিজেনের প্রয়োজন নিশ্চিত করবে অক্সিমিটার মেশিন। ৯০ এর নিচে অক্সিজেন লেভেল নেমে এলে এটি প্রয়োগ করতে হবে। প্রতিটি অক্সিজেন কনসেন্ট্রেটরে পাঁচ লিটার পর্যন্ত অক্সিজেনের ধারণক্ষমতা রয়েছে। পর্যায়ক্রমে অক্সিজেন কনসেন্ট্রেটর আরও বৃদ্ধি করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগ নেতা মোস্তফা কামাল খান, আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, অ্যাডভোকেট ওয়াস করোণী লকেট, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা প্রমুখ।