জাপানের উপহারের টিকার তৃতীয় চালান ঢাকার পথে
যুগান্তর প্রতিবেদন
০২ আগস্ট ২০২১, ২৩:১৮:৩৬ | অনলাইন সংস্করণ
জাপানের উপহারের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার তৃতীয় চালান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
জাপানের স্থানীয় সময় সোমবার রাত সোয়া ৯টায় নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা নিয়ে দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা করেছে।
সোমবার সন্ধ্যায় টোকিও বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের এই টিকার তৃতীয় চালান মঙ্গলবার বিকালে ঢাকায় পৌঁছাবে।
বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে। এ নিয়ে তিন দফায় বাংলাদেশে ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ টিকা পাঠাচ্ছে জাপান।
এর আগে গত শনিবার দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা আসে। আর গত ২৪ জুলাই প্রথম দফায় আসে থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জাপানের উপহারের টিকার তৃতীয় চালান ঢাকার পথে
জাপানের উপহারের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার তৃতীয় চালান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
জাপানের স্থানীয় সময় সোমবার রাত সোয়া ৯টায় নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা নিয়ে দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা করেছে।
সোমবার সন্ধ্যায় টোকিও বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের এই টিকার তৃতীয় চালান মঙ্গলবার বিকালে ঢাকায় পৌঁছাবে।
বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে। এ নিয়ে তিন দফায় বাংলাদেশে ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ টিকা পাঠাচ্ছে জাপান।
এর আগে গত শনিবার দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা আসে। আর গত ২৪ জুলাই প্রথম দফায় আসে থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ।