‘পবিত্র পানি’ দিয়ে করোনা দূর করতে তিনি, মারা গেলেন করোনাতেই
অনলাইন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২১, ০১:৩০:১৮ | অনলাইন সংস্করণ
করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ‘পবিত্র পানি’ দিয়েই মহামারি দূর করতে চেয়েছিলেন তিনি। তবে নিজের জন্য সেই পবিত্র পানি কোনো কাজেই আসেনি। করোনাই কেড়ে নিয়েছে ওই ব্যক্তির প্রাণ।
একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলংকার একজন নামকরা ওঝা এলিয়ন্থা হোয়াইট (৪৮) করোনাতে মারা গেছেন বলে বৃহস্পতিবার তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছে।
গত বছরের নভেম্বরে এলিয়ন্থা দাবি করেছিলেন, তিনি নদীতে পবিত্র পানি ঢেলেই ভারত আর শ্রীলংকার করোনা মহামারি দূর করতে সক্ষম।
শ্রীলংকার স্বাস্থ্যমন্ত্রী পবিত্র ওয়ান্নিয়ারাচ্চি এই ‘পবিত্র পানি’ চিকিৎসার পক্ষে কথা বলেছিলেন। কিন্তু দুই মাস পরই তিনি করোনায় আক্রান্ত হন।
২০১০ সালে ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার তার হাঁটুর ব্যথা সারানোর জন্য এলিয়ন্থাকে প্রকাশে ধন্যবাদ জানান। এরপর আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়েন তিনি। ভারেতর আরও দুই ক্রিকেটার গৌতম গম্ভীর এবং আশিস নেহরার চিকিৎসাও করেছেন এলিয়ন্থা।
এলিয়ন্থার পরিবার জানান, তিনি করোনার টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেসেহ দেশটির কয়েকজন প্রথম সারির রাজনীতিবিদের চিকিৎসা করেছেন এলিয়ন্থা। তার মৃত্যুর পর মাহিন্দা রাজাপাকসে এক টুইটার পোস্টে শোক প্রকাশ করেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘পবিত্র পানি’ দিয়ে করোনা দূর করতে তিনি, মারা গেলেন করোনাতেই
করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ‘পবিত্র পানি’ দিয়েই মহামারি দূর করতে চেয়েছিলেন তিনি। তবে নিজের জন্য সেই পবিত্র পানি কোনো কাজেই আসেনি। করোনাই কেড়ে নিয়েছে ওই ব্যক্তির প্রাণ।
একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলংকার একজন নামকরা ওঝা এলিয়ন্থা হোয়াইট (৪৮) করোনাতে মারা গেছেন বলে বৃহস্পতিবার তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছে।
গত বছরের নভেম্বরে এলিয়ন্থা দাবি করেছিলেন, তিনি নদীতে পবিত্র পানি ঢেলেই ভারত আর শ্রীলংকার করোনা মহামারি দূর করতে সক্ষম।
শ্রীলংকার স্বাস্থ্যমন্ত্রী পবিত্র ওয়ান্নিয়ারাচ্চি এই ‘পবিত্র পানি’ চিকিৎসার পক্ষে কথা বলেছিলেন। কিন্তু দুই মাস পরই তিনি করোনায় আক্রান্ত হন।
২০১০ সালে ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার তার হাঁটুর ব্যথা সারানোর জন্য এলিয়ন্থাকে প্রকাশে ধন্যবাদ জানান। এরপর আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়েন তিনি। ভারেতর আরও দুই ক্রিকেটার গৌতম গম্ভীর এবং আশিস নেহরার চিকিৎসাও করেছেন এলিয়ন্থা।
এলিয়ন্থার পরিবার জানান, তিনি করোনার টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেসেহ দেশটির কয়েকজন প্রথম সারির রাজনীতিবিদের চিকিৎসা করেছেন এলিয়ন্থা। তার মৃত্যুর পর মাহিন্দা রাজাপাকসে এক টুইটার পোস্টে শোক প্রকাশ করেছেন।