ফের করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আসাদুজ্জামান নূর
বিনোদন ডেস্ক
১৭ জানুয়ারি ২০২২, ১৩:৪৮:৫০ | অনলাইন সংস্করণ
আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
জাতীয় সংসদ অধিবেশনে যোগদানের জন্য সম্প্রতি করোনা পরীক্ষা করান বর্ষীয়ান এ অভিনেতা ও সংসদ সদস্য।
রোববার তার রিপোর্ট পজিটিভ আসে। পর দিনই সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ গণমাধ্যমকে বলেন, ‘করোনা আসাদুজ্জামান নূরের শারীরিক পরিস্থিতি ভালো। ভয়ের কিছু নেই এর পরও ঝুঁকি না নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। ’
এর আগে ২০২০ সালের ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। সেই সময়েও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। কদিন চিকিৎসা শেষে করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফের করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আসাদুজ্জামান নূর
আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
জাতীয় সংসদ অধিবেশনে যোগদানের জন্য সম্প্রতি করোনা পরীক্ষা করান বর্ষীয়ান এ অভিনেতা ও সংসদ সদস্য।
রোববার তার রিপোর্ট পজিটিভ আসে। পর দিনই সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ গণমাধ্যমকে বলেন, ‘করোনা আসাদুজ্জামান নূরের শারীরিক পরিস্থিতি ভালো। ভয়ের কিছু নেই এর পরও ঝুঁকি না নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। ’
এর আগে ২০২০ সালের ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। সেই সময়েও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। কদিন চিকিৎসা শেষে করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন।