রাজশাহীতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ
রাজশাহী জেলায় একদিনে রেকর্ড কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সরকারের শীর্ষ দুজন কর্মকর্তাও রয়েছেন।
রোববার রাজশাহীর দুটি ল্যাবে ২৩২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয় ৭৭ জনের। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩৩ দশমিক ১৯ শতাংশ।
গত জুলাইয়ের পর শনাক্তের এই হার সর্বোচ্চ বলে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে বলা হয়েছে।
আগের দিন শনিবার রাজশাহীতে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল ২২৮ জনের। এর মধ্যে আক্রান্ত রোগী শনাক্ত ছিল ২২ জন। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ছিল ৯ দশমিক ৬৫ শতাংশ।
রাজশাহী মেডিকেল কলেজের করোনা ল্যাব সূত্রে জানা গেছে, রোববার রাজশাহীর দুটি ল্যাবে ২৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে রাজশাহী জেলার ১৪৩ জনের নমুনা পরীক্ষা হয়।
এর মধ্যে ৩১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এছাড়া রামেক হাসপাতাল ল্যাবে বিভাগের অন্যান্য জেলার ৮৯ জনের করোনার নমুনা পরীক্ষা হয়; যার মধ্যে ৪৬ জনের করোনা পজিটিভ আসে।
এদিকে রোববার নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ হয়েছেন রাজশাহীর শীর্ষ দুই প্রশাসনিক কর্মকর্তা।
রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল রোববার করোনা পজিটিভ হন।
তবে দুজনের শারীরিকভাবে সুস্থ এবং তারা নিজ নিজ সরকারি বাসভবনে আইসোলেশানে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হতে যাওয়া জেলা প্রশাসক সম্মেলনে যোগ দেওয়ার আগে তারা রোববার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন রাজশাহীর ল্যাবে। শরীরে কোনো উপসর্গ না থাকলেও নমুনা পরীক্ষায় তাদের দুজনেরই করোনা পজিটিভ আসে।
এডিসি কল্যাণ চৌধুরী বলেন, বর্তমানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নিজ নিজ সরকারি বাসভবনে অবস্থান করছেন। তারা দুজন শারীরিকভাবে সুস্থ রয়েছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে ১৫ জানুয়ারি ঢাকায় অবস্থানকালে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি উদ্দিন করোনায় আক্রান্ত হন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাজশাহীতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ
রাজশাহী জেলায় একদিনে রেকর্ড কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সরকারের শীর্ষ দুজন কর্মকর্তাও রয়েছেন।
রোববার রাজশাহীর দুটি ল্যাবে ২৩২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয় ৭৭ জনের। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩৩ দশমিক ১৯ শতাংশ।
গত জুলাইয়ের পর শনাক্তের এই হার সর্বোচ্চ বলে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে বলা হয়েছে।
আগের দিন শনিবার রাজশাহীতে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল ২২৮ জনের। এর মধ্যে আক্রান্ত রোগী শনাক্ত ছিল ২২ জন। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ছিল ৯ দশমিক ৬৫ শতাংশ।
রাজশাহী মেডিকেল কলেজের করোনা ল্যাব সূত্রে জানা গেছে, রোববার রাজশাহীর দুটি ল্যাবে ২৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে রাজশাহী জেলার ১৪৩ জনের নমুনা পরীক্ষা হয়।
এর মধ্যে ৩১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এছাড়া রামেক হাসপাতাল ল্যাবে বিভাগের অন্যান্য জেলার ৮৯ জনের করোনার নমুনা পরীক্ষা হয়; যার মধ্যে ৪৬ জনের করোনা পজিটিভ আসে।
এদিকে রোববার নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ হয়েছেন রাজশাহীর শীর্ষ দুই প্রশাসনিক কর্মকর্তা।
রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল রোববার করোনা পজিটিভ হন।
তবে দুজনের শারীরিকভাবে সুস্থ এবং তারা নিজ নিজ সরকারি বাসভবনে আইসোলেশানে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হতে যাওয়া জেলা প্রশাসক সম্মেলনে যোগ দেওয়ার আগে তারা রোববার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন রাজশাহীর ল্যাবে। শরীরে কোনো উপসর্গ না থাকলেও নমুনা পরীক্ষায় তাদের দুজনেরই করোনা পজিটিভ আসে।
এডিসি কল্যাণ চৌধুরী বলেন, বর্তমানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নিজ নিজ সরকারি বাসভবনে অবস্থান করছেন। তারা দুজন শারীরিকভাবে সুস্থ রয়েছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে ১৫ জানুয়ারি ঢাকায় অবস্থানকালে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি উদ্দিন করোনায় আক্রান্ত হন।