নারায়ণগঞ্জে একদিনে আক্রান্ত দেড়শতাধিক
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ১২:৪৭:৪৪ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।
মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল শতাধিক; বুধবার সকালে একদিনের ব্যবধানে তা দেড়শতাধিকে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৭ জনের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৬৩, সদর উপজেলায় ২৫, রূপগঞ্জ উপজেলায় ৩১, সোনারগাঁও উপজেলায় ১৪, বন্দর উপজেলায় আট ও আড়াইহাজার উপজেলায় ১৬ জন শনাক্ত হয়েছেন।
জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ডা. সাখাওয়াত হোসেন জানান, আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। অবস্থা ভালোর দিকে যাচ্ছে না। আক্রান্তদের মধ্যে কারও ওমিক্রন ধরন রয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা নমুনা রেখেছি; সেটি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে নিয়ে যাবে এবং পরীক্ষা করবে। তার পর আমরা জানাতে পারব এদের মধ্যে কেউ ওমিক্রনে আক্রান্ত আছেন কিনা।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জবাসী এখনই যদি সতর্ক না হন এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করেন; তা হলে হয়তো আবারও সেই ভয়াবহ পরিস্থিতির দিকে যেতে হতে পারে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নারায়ণগঞ্জে একদিনে আক্রান্ত দেড়শতাধিক
নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।
মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল শতাধিক; বুধবার সকালে একদিনের ব্যবধানে তা দেড়শতাধিকে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৭ জনের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৬৩, সদর উপজেলায় ২৫, রূপগঞ্জ উপজেলায় ৩১, সোনারগাঁও উপজেলায় ১৪, বন্দর উপজেলায় আট ও আড়াইহাজার উপজেলায় ১৬ জন শনাক্ত হয়েছেন।
জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ডা. সাখাওয়াত হোসেন জানান, আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। অবস্থা ভালোর দিকে যাচ্ছে না। আক্রান্তদের মধ্যে কারও ওমিক্রন ধরন রয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা নমুনা রেখেছি; সেটি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে নিয়ে যাবে এবং পরীক্ষা করবে। তার পর আমরা জানাতে পারব এদের মধ্যে কেউ ওমিক্রনে আক্রান্ত আছেন কিনা।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জবাসী এখনই যদি সতর্ক না হন এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করেন; তা হলে হয়তো আবারও সেই ভয়াবহ পরিস্থিতির দিকে যেতে হতে পারে।