রাবিতে ৬৮ নমুনা পরীক্ষায় ৩৯ জনই করোনা পজিটিভ
রাবি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২২, ০০:০০:৩৯ | অনলাইন সংস্করণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ৬৮টি নমুনা পরীক্ষায় ৩৯ জনেরই করোনা পজিটিভ ফলাফল এসেছে।
বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসক তবিবুর রহমান প্রধান।
তিনি জানান, গতকাল ও আজকে আমরা পিসিআর ল্যাব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করেছিলাম। এ দুদিনে ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩৯টি ফলাফল পজিটিভ এসেছে। আজ রাতের মধ্যেই আক্রান্তদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।
তবিবুর রহমান আরও জানান, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবার মধ্যেই করোনার ধরনের লক্ষণ দেখা যাচ্ছে। যে যেখানে আছেন, সেখানেই অবস্থান করবেন। যারা আক্রান্ত হচ্ছেন, তারা চিকিৎসাধীন অবস্থায় থাকবেন। বর্তমানে যে ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন, এই ভ্যারিয়েন্টে কারো তেমন কোনো ক্ষতি হবে না।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাবিতে ৬৮ নমুনা পরীক্ষায় ৩৯ জনই করোনা পজিটিভ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ৬৮টি নমুনা পরীক্ষায় ৩৯ জনেরই করোনা পজিটিভ ফলাফল এসেছে।
বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসক তবিবুর রহমান প্রধান।
তিনি জানান, গতকাল ও আজকে আমরা পিসিআর ল্যাব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করেছিলাম। এ দুদিনে ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩৯টি ফলাফল পজিটিভ এসেছে। আজ রাতের মধ্যেই আক্রান্তদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।
তবিবুর রহমান আরও জানান, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবার মধ্যেই করোনার ধরনের লক্ষণ দেখা যাচ্ছে। যে যেখানে আছেন, সেখানেই অবস্থান করবেন। যারা আক্রান্ত হচ্ছেন, তারা চিকিৎসাধীন অবস্থায় থাকবেন। বর্তমানে যে ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন, এই ভ্যারিয়েন্টে কারো তেমন কোনো ক্ষতি হবে না।