চট্টগ্রামে ২৪ ঘণ্টায়ই সহস্রাধিক করোনা আক্রান্ত
যুগান্তর প্রতিবেদন
২১ জানুয়ারি ২০২২, ১৩:১৪:১১ | অনলাইন সংস্করণ
কোভিড ১৯-এর সংক্রমণ বেড়েই চলেছে। একদিনেই চট্টগ্রামে এক হাজারের বেশি করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। নতুন রোগীদের মধ্যে ৮০৭ জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা।
শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যে বলা হয়েছে— আগের ২৪ ঘণ্টায় জেলায় মোট এক হাজার ১৭ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এই সময়ে মারা গেছেন একজন।
দিনে শনাক্তের হার পৌঁছেছে ৩৩ দশমিক ১ শতাংশে। অর্থাৎ প্রতি তিনজনের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী জানান, তিন হাজার ৮০ জনের নমুনা পরীক্ষা করে তাদের মধ্যে সহস্রাধিক ব্যক্তির মধ্যে কোভিড শনাক্ত হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চট্টগ্রামে ২৪ ঘণ্টায়ই সহস্রাধিক করোনা আক্রান্ত
কোভিড ১৯-এর সংক্রমণ বেড়েই চলেছে। একদিনেই চট্টগ্রামে এক হাজারের বেশি করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। নতুন রোগীদের মধ্যে ৮০৭ জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা।
শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যে বলা হয়েছে— আগের ২৪ ঘণ্টায় জেলায় মোট এক হাজার ১৭ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এই সময়ে মারা গেছেন একজন।
দিনে শনাক্তের হার পৌঁছেছে ৩৩ দশমিক ১ শতাংশে। অর্থাৎ প্রতি তিনজনের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী জানান, তিন হাজার ৮০ জনের নমুনা পরীক্ষা করে তাদের মধ্যে সহস্রাধিক ব্যক্তির মধ্যে কোভিড শনাক্ত হয়েছে।