কোম্পানীগঞ্জে রিটার্নিং কর্মকর্তা সপরিবারে করোনায় আক্রান্ত
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২, ১৪:৩৯:০০ | অনলাইন সংস্করণ
সপ্তম ধাপের ইউপি নির্বাচনের নোয়াখালী কোম্পানীগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেনের সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ২নং চরপার্বতী ও ৩নং চরহাজারী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা।
বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার কোম্পানীগঞ্জের ৪২ জনের করোনা পজিটিভি রিপোর্ট এসেছে। এর মধ্যে কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন, তার স্ত্রী হাবিবা খানম ও দুই বছরের ছেলে হাবিব আল ওয়াসীও রয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৪৮৫ জন।
রিটার্নিং কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, গত ১৫ জানুয়ারি মনোনয়নপত্র বাচাইয়ের দিন থেকে আমার গায়ে জ্বর ছিল। পরে পরিবারের অন্য দুই সদস্যের শরীরেও লক্ষণ দেখা দিলে গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার নমুনা দিয়ে পজিটিভ আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর বলেন, করোনা আক্রান্তের বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানানোর জন্য ওই রিটার্নিং কর্মকর্তাকে বলা হয়েছে। নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে প্রচারণায় নেমে ৩নং চরহাজারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমানে চেয়ারম্যান মো. নুরুল হুদা এবং তার বড় ছেলে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য মো. নুরুল করিম জুয়েল করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৮টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে চেয়ারম্যান পদে ৪৩, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৮৬ ও সাধারণ মেম্বার পদে ৩২৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ২২ জানুয়ারি প্রত্যাহারের শেষ দিন ও ২৩ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কোম্পানীগঞ্জে রিটার্নিং কর্মকর্তা সপরিবারে করোনায় আক্রান্ত
সপ্তম ধাপের ইউপি নির্বাচনের নোয়াখালী কোম্পানীগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেনের সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ২নং চরপার্বতী ও ৩নং চরহাজারী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা।
বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার কোম্পানীগঞ্জের ৪২ জনের করোনা পজিটিভি রিপোর্ট এসেছে। এর মধ্যে কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন, তার স্ত্রী হাবিবা খানম ও দুই বছরের ছেলে হাবিব আল ওয়াসীও রয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৪৮৫ জন।
রিটার্নিং কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, গত ১৫ জানুয়ারি মনোনয়নপত্র বাচাইয়ের দিন থেকে আমার গায়ে জ্বর ছিল। পরে পরিবারের অন্য দুই সদস্যের শরীরেও লক্ষণ দেখা দিলে গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার নমুনা দিয়ে পজিটিভ আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর বলেন, করোনা আক্রান্তের বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানানোর জন্য ওই রিটার্নিং কর্মকর্তাকে বলা হয়েছে। নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে প্রচারণায় নেমে ৩নং চরহাজারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমানে চেয়ারম্যান মো. নুরুল হুদা এবং তার বড় ছেলে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য মো. নুরুল করিম জুয়েল করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৮টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে চেয়ারম্যান পদে ৪৩, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৮৬ ও সাধারণ মেম্বার পদে ৩২৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ২২ জানুয়ারি প্রত্যাহারের শেষ দিন ও ২৩ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।