সাকিবের বরিশাল দলে তিনজন করোনা আক্রান্ত
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পর্দা উঠছে ৬ ফ্র্যাঞ্চাইজির টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
করোনার ঊর্ধ্বগতির কারণে দর্শকবিহীন স্টেডিয়ামে চলবে এ টুর্নামেন্ট। কঠিন জৈব সুরক্ষা বলয়ে চলছে এ আয়োজন।
আর টুর্নামেন্ট শুরুর দিনই দুঃসংবাদ এলো সাকিবের বরিশাল শিবিরে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলটির উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।
জানা গেছে, গত ১৭ জানুয়ারি করোনা পজিটিভ শনাক্ত হন সোহান। তাই আজ তাকে একাদশে দেখা যায়নি। ইরফান শুক্কুরকে উইকেটের পেছনে দেখা যাচ্ছে।
শুধু সোহান একাই নন, বরিশাল দলে করোনায় আক্রান্ত হয়েছেন আরও দুজন। তারা হলেন দলের ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম ও তরুণ ওপেনিং ব্যাটার মুনিম শাহরিয়ার। এ দুজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন গত মঙ্গলবার।
শনিবার করোনা পরীক্ষায় নেগেটিভ হলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন সোহান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাকিবের বরিশাল দলে তিনজন করোনা আক্রান্ত
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পর্দা উঠছে ৬ ফ্র্যাঞ্চাইজির টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
করোনার ঊর্ধ্বগতির কারণে দর্শকবিহীন স্টেডিয়ামে চলবে এ টুর্নামেন্ট। কঠিন জৈব সুরক্ষা বলয়ে চলছে এ আয়োজন।
আর টুর্নামেন্ট শুরুর দিনই দুঃসংবাদ এলো সাকিবের বরিশাল শিবিরে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলটির উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।
জানা গেছে, গত ১৭ জানুয়ারি করোনা পজিটিভ শনাক্ত হন সোহান। তাই আজ তাকে একাদশে দেখা যায়নি। ইরফান শুক্কুরকে উইকেটের পেছনে দেখা যাচ্ছে।
শুধু সোহান একাই নন, বরিশাল দলে করোনায় আক্রান্ত হয়েছেন আরও দুজন। তারা হলেন দলের ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম ও তরুণ ওপেনিং ব্যাটার মুনিম শাহরিয়ার। এ দুজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন গত মঙ্গলবার।
শনিবার করোনা পরীক্ষায় নেগেটিভ হলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন সোহান।