গাজীপুরের জেলা প্রশাসকের করোনা পজিটিভ
গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। কয়েক দিন ধরে ঠাণ্ডা কাশি থাকায় তিনি সোমবার সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা প্রদান করেন।
দুপুরে তার নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সভায় অংশ নেওয়ার কথা ছিল; কিন্তু পজিটিভ হওয়ার কারণে জুমের মাধ্যমে উক্ত সভায় অংশ নিয়েছেন।
জেলা প্রশাসক গাজীপুরে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও সবাইকে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, আনিসুর রহমান গত ১৩ জানুয়ারি গাজীপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক দায়িত্ব পালন করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গাজীপুরের জেলা প্রশাসকের করোনা পজিটিভ
গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। কয়েক দিন ধরে ঠাণ্ডা কাশি থাকায় তিনি সোমবার সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা প্রদান করেন।
দুপুরে তার নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সভায় অংশ নেওয়ার কথা ছিল; কিন্তু পজিটিভ হওয়ার কারণে জুমের মাধ্যমে উক্ত সভায় অংশ নিয়েছেন।
জেলা প্রশাসক গাজীপুরে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও সবাইকে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, আনিসুর রহমান গত ১৩ জানুয়ারি গাজীপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক দায়িত্ব পালন করেন।