চট্টগ্রামে করোনায় আরও ৪জনের মৃত্যু
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১১৬৭ জনের দেহে ভাইরাস পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী। তিনি শুক্রবার বলেন, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শনাক্তের হার ৩১ দশমিক ৯৭ শতাংশ।
নতুন রোগীদের মধ্যে ৮৮৭ জন চট্টগ্রাম নগরীর বাসিন্দা। এছাড়া উপজেলাগুলোতে শনাক্ত ২৮০ জনের মধ্যে ৫৩ জন হাটহাজারী এবং ৪০ জন রাউজানের বাসিন্দা।
১৩ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত ১৬ দিনে চট্টগ্রাম জেলায় ১৩ হাজার ৫৫৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় ১ লাখ ১৭ হাজার ২০৩ জনের মধ্যে কোভিড শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৫৪ জন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চট্টগ্রামে করোনায় আরও ৪জনের মৃত্যু
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১১৬৭ জনের দেহে ভাইরাস পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী। তিনি শুক্রবার বলেন, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শনাক্তের হার ৩১ দশমিক ৯৭ শতাংশ।
নতুন রোগীদের মধ্যে ৮৮৭ জন চট্টগ্রাম নগরীর বাসিন্দা। এছাড়া উপজেলাগুলোতে শনাক্ত ২৮০ জনের মধ্যে ৫৩ জন হাটহাজারী এবং ৪০ জন রাউজানের বাসিন্দা।
১৩ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত ১৬ দিনে চট্টগ্রাম জেলায় ১৩ হাজার ৫৫৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় ১ লাখ ১৭ হাজার ২০৩ জনের মধ্যে কোভিড শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৫৪ জন।