নতুন ৪৩৮ জনের করোনা শনাক্ত, ১ জনের মৃত্যু
দেশে টানা চতুর্থ দিনের মত চারশর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে আরও একজনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল এই তথ্য পাওয়া গেছে। এই ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯২০টি নমুনা পরীক্ষা করে ৪৩৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে হয়েছে ৮ দশমিক ৯০ শতাংশ। আগের দিন এই হার ৮ দশমিক ৪১ শতাংশ ছিল।
এ নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৬ হাজার ৫৮৩ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৩০৩ জন কোভিড রোগীর সেরে ওঠেছে। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৯ হাজার ৭৮৭ জন।
দেড় মাস পর গত সোমবার শনাক্ত রোগীর সংখ্যা আবারও চারশ ছাড়ায়, মোট ৪২১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে সেদিন। এরপর মঙ্গলবার ৪৩৫ জন এবং বুধবার ৪০২ জন নতুন কোভিড শনাক্তের খবর আসে।
দেশে করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮মার্চ। এর ১০দিন পর প্রথম মৃত্যু হয়।
নতুন ৪৩৮ জনের করোনা শনাক্ত, ১ জনের মৃত্যু
যুগান্তর ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৬:৫২ | অনলাইন সংস্করণ
দেশে টানা চতুর্থ দিনের মত চারশর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে আরও একজনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল এই তথ্য পাওয়া গেছে। এই ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯২০টি নমুনা পরীক্ষা করে ৪৩৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে হয়েছে ৮ দশমিক ৯০ শতাংশ। আগের দিন এই হার ৮ দশমিক ৪১ শতাংশ ছিল।
এ নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৬ হাজার ৫৮৩ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৩০৩ জন কোভিড রোগীর সেরে ওঠেছে। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৯ হাজার ৭৮৭ জন।
দেড় মাস পর গত সোমবার শনাক্ত রোগীর সংখ্যা আবারও চারশ ছাড়ায়, মোট ৪২১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে সেদিন। এরপর মঙ্গলবার ৪৩৫ জন এবং বুধবার ৪০২ জন নতুন কোভিড শনাক্তের খবর আসে।
দেশে করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮মার্চ। এর ১০দিন পর প্রথম মৃত্যু হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023