চীনে কোয়ারেন্টিন বাস উল্টে নিহত ২৭
চীনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বাসা থেকে কোয়ারেন্টিনে নিয়ে যাওয়ার জন্য বিশেষ গাড়ি উল্টে ২৭ করোনা রোগী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইঝুতে রোববার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
অথচ করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত গত তিন বছরে প্রদেশটিতে মারা গেছেন মাত্র দুজন।
এ দুর্ঘটনার পর অনলাইনে ক্ষোভ দেখায় চীনের নাগরিকরা। অনেকেই বেইজিংয়ের ‘জিরো-কোভিড’ পলিসির কড়া সমালোচনা করেন।
এই পলিসির আওতায় গণপরীক্ষা ও ট্র্যাকিং নিশ্চিত করেছেন চীনা কর্মকর্তারা। যারা করোনা পজিটিভ এবং তাদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের বাড়িতে বা কোয়ারেন্টিন সেন্টারে আলাদা রাখা হয়।
হাতেগোনা কয়েকজন মানুষ আক্রান্ত হলেই পুরো একটি শহর লকডাউন করে দেয় চীনা কর্তৃপক্ষ। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চীনে কোয়ারেন্টিন বাস উল্টে নিহত ২৭
চীনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বাসা থেকে কোয়ারেন্টিনে নিয়ে যাওয়ার জন্য বিশেষ গাড়ি উল্টে ২৭ করোনা রোগী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইঝুতে রোববার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
অথচ করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত গত তিন বছরে প্রদেশটিতে মারা গেছেন মাত্র দুজন।
এ দুর্ঘটনার পর অনলাইনে ক্ষোভ দেখায় চীনের নাগরিকরা। অনেকেই বেইজিংয়ের ‘জিরো-কোভিড’ পলিসির কড়া সমালোচনা করেন।
এই পলিসির আওতায় গণপরীক্ষা ও ট্র্যাকিং নিশ্চিত করেছেন চীনা কর্মকর্তারা। যারা করোনা পজিটিভ এবং তাদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের বাড়িতে বা কোয়ারেন্টিন সেন্টারে আলাদা রাখা হয়।
হাতেগোনা কয়েকজন মানুষ আক্রান্ত হলেই পুরো একটি শহর লকডাউন করে দেয় চীনা কর্তৃপক্ষ। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।