অবশেষে পিছু হটল চীন
আন্দোলনের মুখে অবশেষে কোভিড বিধিনিষেধ উল্লেখযোগ্য মাত্রায় শিথিল করার ঘোষণা দিয়েছে চীন সরকার।
গত তিন বছর ধরে কোভিড মহামারি মোকাবিলার জন্য চীন সরকার এই কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছিল।খবর বিবিসির।
বুধবার বেইজিং কোভিড বিধিনিষেধের ওপর থেকে নানা ধরনের কঠোর বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দেয়।
চীন সরকার জানিয়েছে, এখন থেকে মাত্র কয়েকটি জায়গায় পিসিআর টেস্টের বাধ্যবাধকতা রাখা হবে। এছাড়া সরকারি কোন দপ্তরে প্রবেশ করার জন্য লোকজনকে এখন থেকে আর গ্রিন হেলথ কোড দেখাতে হবে না।
চীনের বিমানবন্দরগুলোও কোভিড পরীক্ষার বাধ্যবাধকতা তুলে নিয়েছে। তবে নার্সিংহোম, কিন্ডারগার্টেন এবং স্কুলগুলোতে প্রবেশের ক্ষেত্রে এখনো নিউক্লিক অ্যাসিড টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।
বেইজিংয়ের বেশিরভাগ মানুষ কোভিড বিধিনিষেধ শিথিল করার বিষয়ে চীন সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ।
চীন সরকারের এই সিদ্ধান্তের কারণে এখন থেকে দেশটির লোকজন কোনরকম বাধা ছাড়াই পার্ক, সুপারমার্কেট, অফিস এবং বিমানবন্দরে প্রবেশ করতে পারবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অবশেষে পিছু হটল চীন
আন্দোলনের মুখে অবশেষে কোভিড বিধিনিষেধ উল্লেখযোগ্য মাত্রায় শিথিল করার ঘোষণা দিয়েছে চীন সরকার।
গত তিন বছর ধরে কোভিড মহামারি মোকাবিলার জন্য চীন সরকার এই কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছিল।খবর বিবিসির।
বুধবার বেইজিং কোভিড বিধিনিষেধের ওপর থেকে নানা ধরনের কঠোর বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দেয়।
চীন সরকার জানিয়েছে, এখন থেকে মাত্র কয়েকটি জায়গায় পিসিআর টেস্টের বাধ্যবাধকতা রাখা হবে। এছাড়া সরকারি কোন দপ্তরে প্রবেশ করার জন্য লোকজনকে এখন থেকে আর গ্রিন হেলথ কোড দেখাতে হবে না।
চীনের বিমানবন্দরগুলোও কোভিড পরীক্ষার বাধ্যবাধকতা তুলে নিয়েছে। তবে নার্সিংহোম, কিন্ডারগার্টেন এবং স্কুলগুলোতে প্রবেশের ক্ষেত্রে এখনো নিউক্লিক অ্যাসিড টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।
বেইজিংয়ের বেশিরভাগ মানুষ কোভিড বিধিনিষেধ শিথিল করার বিষয়ে চীন সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ।
চীন সরকারের এই সিদ্ধান্তের কারণে এখন থেকে দেশটির লোকজন কোনরকম বাধা ছাড়াই পার্ক, সুপারমার্কেট, অফিস এবং বিমানবন্দরে প্রবেশ করতে পারবে।