করোনা শনাক্তে নতুন কিট উদ্ভাবন বাংলাদেশি বিজ্ঞানীদের
jugantor
করোনা শনাক্তে নতুন কিট উদ্ভাবন বাংলাদেশি বিজ্ঞানীদের

  যুগান্তর প্রতিবেদন  

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৩:৫৫  |  অনলাইন সংস্করণ

দ্রুততম সময়ে এবং স্বল্পখরচে করোনাভাইরাস শনাক্তে নতুন কিট উদ্ভাবন করেছেন বাংলাদেশি বিজ্ঞানীরা। উদ্ভাবিত কিটে প্রতিটি করোনা পরীক্ষায় খরচ লাগবে মাত্র আড়াইশ টাকা। নাম দেওয়া হয়েছে ‘বিসিএসআইআর কোভিড কিট’।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কিটটি উদ্ভাবন করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।

মঙ্গলবার বিএসএমএমইউয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘বিসিএসআইআর কোভিড কিটে’র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, এই কিটের মাধ্যমে খুবই সূক্ষ্ম ও ন্যূনতম ভাইরাসকে শনাক্ত করা যাচ্ছে। ফলে রোগের উপসর্গ প্রকাশের আগেই ভাইরাসের উপস্থিতি জানা যাবে।

বিসিএসআইআর যে কিট উদ্ভাবন করেছে, এতে স্বল্পখরচে পরীক্ষা করা সম্ভব। প্রতিটি শনাক্তকরণ পরীক্ষায় খরচ হবে মাত্র ২৫০ টাকা।

বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ বলেন, করোনাভাইরাসের সংক্রমণ এবং বিস্তার নিয়ন্ত্রণের জন্য দ্রুত ও নির্ভুলভাবে শনাক্তকরণ খুবই গুরুত্বপূর্ণ। করোনা মহামারি এখনো চলমান।

অনুষ্ঠানে বিসিএসআইআর চেয়ারম্যান, বিএসএমএমইউ উপাচার্য, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আহসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

করোনা শনাক্তে নতুন কিট উদ্ভাবন বাংলাদেশি বিজ্ঞানীদের

 যুগান্তর প্রতিবেদন 
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৩ পিএম  |  অনলাইন সংস্করণ

দ্রুততম সময়ে এবং স্বল্পখরচে করোনাভাইরাস শনাক্তে নতুন কিট উদ্ভাবন করেছেন বাংলাদেশি বিজ্ঞানীরা। উদ্ভাবিত কিটে প্রতিটি করোনা পরীক্ষায় খরচ লাগবে মাত্র আড়াইশ টাকা। নাম দেওয়া হয়েছে ‘বিসিএসআইআর কোভিড কিট’। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কিটটি উদ্ভাবন করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। 

মঙ্গলবার বিএসএমএমইউয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘বিসিএসআইআর কোভিড কিটে’র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।  

অনুষ্ঠানে বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, এই কিটের মাধ্যমে খুবই সূক্ষ্ম ও ন্যূনতম ভাইরাসকে শনাক্ত করা যাচ্ছে। ফলে রোগের উপসর্গ প্রকাশের আগেই ভাইরাসের উপস্থিতি জানা যাবে।

বিসিএসআইআর যে কিট উদ্ভাবন করেছে, এতে স্বল্পখরচে পরীক্ষা করা সম্ভব। প্রতিটি শনাক্তকরণ পরীক্ষায় খরচ হবে মাত্র ২৫০ টাকা। 

বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ বলেন, করোনাভাইরাসের সংক্রমণ এবং বিস্তার নিয়ন্ত্রণের জন্য দ্রুত ও নির্ভুলভাবে শনাক্তকরণ খুবই গুরুত্বপূর্ণ। করোনা মহামারি এখনো চলমান।

অনুষ্ঠানে বিসিএসআইআর চেয়ারম্যান, বিএসএমএমইউ উপাচার্য, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আহসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন