১৪ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই
jugantor
১৪ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই

  যুগান্তর ডেস্ক  

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫২:১১  |  অনলাইন সংস্করণ

দেশে গত এক দিনে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে কারও মৃত্যু হয়নি।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৬৩৬ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের দিনের মতই ২৯ হাজার ৪৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ১২৩টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ১৪ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার সামান্য বেড়ে হয়েছে শূন্য দশমিক ৬৬ শতাংশ, যা আগের দিন শূন্য দশমিক ৫৮ শতাংশ ছিল।

গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ১২ জনই ঢাকা জেলার বাসিন্দা। এর বাইরে নাটোর ও পাবনায় একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশের বাকি ৬১ জেলায় আর কারও শরীরে সংক্রমণ ধরা পড়েনি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় তিনজন আইসোলেশনে এসেছেন এবং একজন আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ১৫৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২২ হাজার ৮৩০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ৩১৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৮৯ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯৪ হাজার ৮০২ জন।

১৪ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই

 যুগান্তর ডেস্ক 
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫২ পিএম  |  অনলাইন সংস্করণ

দেশে গত এক দিনে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে কারও মৃত্যু হয়নি। 

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৬৩৬ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের দিনের মতই ২৯ হাজার ৪৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ১২৩টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ১৪ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার সামান্য বেড়ে হয়েছে শূন্য দশমিক ৬৬ শতাংশ, যা আগের দিন শূন্য দশমিক ৫৮ শতাংশ ছিল।

গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ১২ জনই ঢাকা জেলার বাসিন্দা। এর বাইরে নাটোর ও পাবনায় একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশের বাকি ৬১ জেলায় আর কারও শরীরে সংক্রমণ ধরা পড়েনি। 

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় তিনজন আইসোলেশনে এসেছেন এবং একজন আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ১৫৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২২ হাজার ৮৩০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ৩১৮ জন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৮৯ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯৪ হাজার ৮০২ জন।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন