১৪ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই
দেশে গত এক দিনে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে কারও মৃত্যু হয়নি।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৬৩৬ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের দিনের মতই ২৯ হাজার ৪৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ১২৩টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ১৪ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার সামান্য বেড়ে হয়েছে শূন্য দশমিক ৬৬ শতাংশ, যা আগের দিন শূন্য দশমিক ৫৮ শতাংশ ছিল।
গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ১২ জনই ঢাকা জেলার বাসিন্দা। এর বাইরে নাটোর ও পাবনায় একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশের বাকি ৬১ জেলায় আর কারও শরীরে সংক্রমণ ধরা পড়েনি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় তিনজন আইসোলেশনে এসেছেন এবং একজন আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ১৫৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২২ হাজার ৮৩০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ৩১৮ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৮৯ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯৪ হাজার ৮০২ জন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
১৪ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই
দেশে গত এক দিনে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে কারও মৃত্যু হয়নি।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৬৩৬ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের দিনের মতই ২৯ হাজার ৪৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ১২৩টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ১৪ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার সামান্য বেড়ে হয়েছে শূন্য দশমিক ৬৬ শতাংশ, যা আগের দিন শূন্য দশমিক ৫৮ শতাংশ ছিল।
গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ১২ জনই ঢাকা জেলার বাসিন্দা। এর বাইরে নাটোর ও পাবনায় একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশের বাকি ৬১ জেলায় আর কারও শরীরে সংক্রমণ ধরা পড়েনি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় তিনজন আইসোলেশনে এসেছেন এবং একজন আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ১৫৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২২ হাজার ৮৩০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ৩১৮ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৮৯ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯৪ হাজার ৮০২ জন।