১০ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
jugantor
১০ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

  যুগান্তর প্রতিবেদন  

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৪:১৮  |  অনলাইন সংস্করণ

দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ সময় কারও মৃত্যু হয়নি। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৮১৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা অপরিবর্তিত আছে অর্থাৎ ২৯ হাজার ৪৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ২৫৩টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ১০ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে শূন্য দশমিক ৪৪ শতাংশ; যা আগের দিন শূন্য দশমিক ৫১ শতাংশ ছিল।

গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ২ হাজার ২১৪ জন।

গত একদিনে শনাক্ত রোগীর মধ্যে ৭ জন ঢাকা মহানগরের বাসিন্দা। এছাড়া পাবনায় ২ জন এবং সিলেট জেলায় একজন রোগী শনাক্ত হয়েছেন। দেশের বাকি ৬১ জেলায় নতুন করে কারও সংক্রমণের তথ্য মেলেনি।

১০ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

 যুগান্তর প্রতিবেদন 
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৪ পিএম  |  অনলাইন সংস্করণ

দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ সময় কারও মৃত্যু হয়নি। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৮১৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা অপরিবর্তিত আছে অর্থাৎ ২৯ হাজার ৪৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ২৫৩টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ১০ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে শূন্য দশমিক ৪৪ শতাংশ; যা আগের দিন শূন্য দশমিক ৫১ শতাংশ ছিল।

গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ২ হাজার ২১৪ জন।

গত একদিনে শনাক্ত রোগীর মধ্যে ৭ জন ঢাকা মহানগরের বাসিন্দা। এছাড়া পাবনায় ২ জন এবং সিলেট জেলায় একজন রোগী শনাক্ত হয়েছেন। দেশের বাকি ৬১ জেলায় নতুন করে কারও সংক্রমণের তথ্য মেলেনি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন