১০ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ সময় কারও মৃত্যু হয়নি। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৮১৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা অপরিবর্তিত আছে অর্থাৎ ২৯ হাজার ৪৪৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ২৫৩টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ১০ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে শূন্য দশমিক ৪৪ শতাংশ; যা আগের দিন শূন্য দশমিক ৫১ শতাংশ ছিল।
গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ২ হাজার ২১৪ জন।
গত একদিনে শনাক্ত রোগীর মধ্যে ৭ জন ঢাকা মহানগরের বাসিন্দা। এছাড়া পাবনায় ২ জন এবং সিলেট জেলায় একজন রোগী শনাক্ত হয়েছেন। দেশের বাকি ৬১ জেলায় নতুন করে কারও সংক্রমণের তথ্য মেলেনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
১০ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ সময় কারও মৃত্যু হয়নি। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৮১৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা অপরিবর্তিত আছে অর্থাৎ ২৯ হাজার ৪৪৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ২৫৩টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ১০ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে শূন্য দশমিক ৪৪ শতাংশ; যা আগের দিন শূন্য দশমিক ৫১ শতাংশ ছিল।
গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ২ হাজার ২১৪ জন।
গত একদিনে শনাক্ত রোগীর মধ্যে ৭ জন ঢাকা মহানগরের বাসিন্দা। এছাড়া পাবনায় ২ জন এবং সিলেট জেলায় একজন রোগী শনাক্ত হয়েছেন। দেশের বাকি ৬১ জেলায় নতুন করে কারও সংক্রমণের তথ্য মেলেনি।