চীনা ল্যাব থেকেই ছড়ায় ভাইরাস: আবারও দাবি যুক্তরাষ্ট্রের
অনলাইন ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৯:০৯ | অনলাইন সংস্করণ
দুর্ঘটনাবশত চীনা গবেষণাগার থেকেই ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাস। যুক্তরাষ্ট্রের শক্তি মন্ত্রণালয় ফের নতুন তদন্ত রিপোর্টে এ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে বলে জানা গেছে।
চীনের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়; আগেও বহুবার এ কথা বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল চীনের বিতর্কিত উহান ল্যাবে গিয়ে তদন্ত করে এসেছে। কিন্তু এখান থেকেই ভাইরাস ছড়িয়েছে কিনা, তা নিয়ে বরাবরই দ্বিধাবিভক্ত বিশেষজ্ঞ মহল। খবর সিএনএনের।
আমেরিকান তদন্তকারীরাও এতদিন কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। ২০২১ সালের নথিপত্রে স্পষ্ট উল্লেখ ছিল— করোনাভাইরাসের উৎস, কোথা থেকে তা ছড়িয়ে পড়েছে, এ নিয়ে সন্দিহান তদন্তকারীরা। কিন্তু নতুন রিপোর্টে আমেরিকা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানা গেছে।
নতুন রিপোর্টটি পাঁচ পাতারও কম। মার্কিন কংগ্রেসে এই তদন্ত নিয়ে কোনো অনুরোধ করা হয়নি। বরং এত দিন যা জানা গিয়েছিল, কংগ্রেসের আইনপ্রণেতারা নিজেদের উদ্যোগেই বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছিলেন।
তাদের মতে, মহামারির উৎস এবং কীভাবে ভাইরাস ছড়িয়ে পড়েছিল, তা জানা দরকার। এ নিয়ে বাইডেন সরকারের কাছে আবেদনও জানিয়েছেন তারা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চীনা ল্যাব থেকেই ছড়ায় ভাইরাস: আবারও দাবি যুক্তরাষ্ট্রের
দুর্ঘটনাবশত চীনা গবেষণাগার থেকেই ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাস। যুক্তরাষ্ট্রের শক্তি মন্ত্রণালয় ফের নতুন তদন্ত রিপোর্টে এ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে বলে জানা গেছে।
চীনের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়; আগেও বহুবার এ কথা বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল চীনের বিতর্কিত উহান ল্যাবে গিয়ে তদন্ত করে এসেছে। কিন্তু এখান থেকেই ভাইরাস ছড়িয়েছে কিনা, তা নিয়ে বরাবরই দ্বিধাবিভক্ত বিশেষজ্ঞ মহল। খবর সিএনএনের।
আমেরিকান তদন্তকারীরাও এতদিন কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। ২০২১ সালের নথিপত্রে স্পষ্ট উল্লেখ ছিল— করোনাভাইরাসের উৎস, কোথা থেকে তা ছড়িয়ে পড়েছে, এ নিয়ে সন্দিহান তদন্তকারীরা। কিন্তু নতুন রিপোর্টে আমেরিকা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানা গেছে।
নতুন রিপোর্টটি পাঁচ পাতারও কম। মার্কিন কংগ্রেসে এই তদন্ত নিয়ে কোনো অনুরোধ করা হয়নি। বরং এত দিন যা জানা গিয়েছিল, কংগ্রেসের আইনপ্রণেতারা নিজেদের উদ্যোগেই বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছিলেন।
তাদের মতে, মহামারির উৎস এবং কীভাবে ভাইরাস ছড়িয়ে পড়েছিল, তা জানা দরকার। এ নিয়ে বাইডেন সরকারের কাছে আবেদনও জানিয়েছেন তারা।