করোনায় মৃত্যু হওয়া স্বাস্থ্যকর্মীদের পরিবার পেল ১৪ লাখ টাকা সহায়তা
যুগান্তর প্রতিবেদন
০৫ মার্চ ২০২৩, ১৬:২৮:০২ | অনলাইন সংস্করণ

করোনায় মৃত্যুবরণকারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) ১৪ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে সরকার।
রোববার রাজধানীর মহাখালীর বিএমআরসি ভবনে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।
অনুষ্ঠানে মৃত্যুবরণকারী ৭ সিএইচসিপির পরিবারের কাছে ২ লাখ টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
রোববার রাজধানীর মহাখালীর বিএমআরসি ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) তুলসী রঞ্জন সাহা।
কোভিডে মৃত্যুবরণকারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এখনও সম্পূর্ণভাবে চালু হয়নি এটি চালু হলে স্বাস্থ্যকর্মীদের জন্য সুবিধা হবে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানুবলেন, করোনার সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যকর্মীরা কাজ করেছেন। এজন্য মাঠ পর্যায়ের কর্মীরা প্রশংসা পাওয়ার যোগ্য। কোনো কিছু দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না।
তিনি মাঠ পর্যায়ের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের পরিবারের প্রতি সহানুভূতি জানান।
কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) তুলসী রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহাদাত হোসাইন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সহ-সভাপতি ডা.মাখদুমা নার্গিস, কমিউনিটি বেইজড হেল্থ কেয়ারের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা.গীতা রানী দেবী প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনায় মৃত্যু হওয়া স্বাস্থ্যকর্মীদের পরিবার পেল ১৪ লাখ টাকা সহায়তা

করোনায় মৃত্যুবরণকারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) ১৪ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে সরকার।
রোববার রাজধানীর মহাখালীর বিএমআরসি ভবনে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।
অনুষ্ঠানে মৃত্যুবরণকারী ৭ সিএইচসিপির পরিবারের কাছে ২ লাখ টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
রোববার রাজধানীর মহাখালীর বিএমআরসি ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) তুলসী রঞ্জন সাহা।
কোভিডে মৃত্যুবরণকারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এখনও সম্পূর্ণভাবে চালু হয়নি এটি চালু হলে স্বাস্থ্যকর্মীদের জন্য সুবিধা হবে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু বলেন, করোনার সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যকর্মীরা কাজ করেছেন। এজন্য মাঠ পর্যায়ের কর্মীরা প্রশংসা পাওয়ার যোগ্য। কোনো কিছু দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না।
তিনি মাঠ পর্যায়ের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের পরিবারের প্রতি সহানুভূতি জানান।
কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) তুলসী রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহাদাত হোসাইন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সহ-সভাপতি ডা. মাখদুমা নার্গিস, কমিউনিটি বেইজড হেল্থ কেয়ারের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. গীতা রানী দেবী প্রমুখ।