কাদের মির্জা ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

 কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি 
২৮ এপ্রিল ২০২৩, ১১:১৫ পিএম  |  অনলাইন সংস্করণ

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার রাতে স্বাস্থ্য পরীক্ষার ফলাফলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম।

তিনি বলেন, দুই দিন আগে মেয়রের সহধর্মিণী আকতার জাহান বকুল করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় পরীক্ষা করে মেয়র কাদের মির্জার শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়। দুইজনকে পৌরসভা ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের বাড়িতে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল মেয়র আবদুল কাদের মির্জা ও তার স্ত্রী আকতার জাহান বকুলের দ্রুত সুস্থতায় সবার দোয়া কামনা করেছেন।

পারিবারিক সূত্র জানায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেয়র আবদুল কাদের মির্জার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

মেয়র আবদুল কাদের মির্জা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। কাদের মির্জা নির্বাচন ব্যবস্থাসহ নোয়াখালী আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয়ে কঠোর সমালোচনা করে ফেসবুকে লাইভ করে সারা দেশে আলোচিত হন। তিনি বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস

২৮ মে, ২০২৩