Logo
Logo
×

ক্রিকেট

আইপিএলের চূড়ান্ত নিলামে জায়গা পেলেন ৩৫০ জন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম

আইপিএলের চূড়ান্ত নিলামে জায়গা পেলেন ৩৫০ জন

আইপিএলের আসন্ন মৌসুমকে সামনে রেখে নিলামে নাম দিয়েছিলেন মোট ১৩৯০ ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকা ঘোষণার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) হাজারের বেশি নাম বাদ দিয়ে ৩৫০ জনকে নিলামের জন্য নিশ্চিত করেছে।

১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে এই মিনি নিলাম। প্রকাশিত তালিকায় ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার আছেন। এবার দলগুলো মিলিয়ে মোট ৭৭টি ফাঁকা স্লট রয়েছে, যার মধ্যে ৩১টি বিদেশি খেলোয়াড়ের জন্য।

সবচেয়ে বেশি অর্থ আছে কলকাতা নাইট রাইডার্সের হাতে— ৬৪ কোটি ৩০ লাখ রুপি। তারা এখনো ১৩ জন ক্রিকেটার, যার মধ্যে ৬ জন বিদেশি, দলে নিতে পারবে।

বাংলাদেশ থেকে চূড়ান্ত তালিকায় আছেন— মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। প্রাথমিক তালিকায় থাকলেও সাকিব আল হাসান শেষ পর্যন্ত বাদ পড়েছেন।

নিলামে দাম আটটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরিতে খেলোয়াড়দের ভিত্তিমূল্য ২ কোটি রুপি, যেখানে মোট ৪০ জন আছেন। বাংলাদেশিদের মধ্যে শুধু মুস্তাফিজ আছেন এই শীর্ষ ক্যাটাগরিতে। রিশাদ, তাসকিন, নাহিদ, শরিফুল ও তানজিমের ভিত্তিমূল্য ৭৫ লাখ; রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ। সাত বাংলাদেশির মধ্যে কেবল মুস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা আছে— তিনি ৬০ ম্যাচ খেলেছেন।

দ্বিতীয় ক্যাটাগরির ন্যূনতম মূল্য ১ কোটি ৫০ লাখ রুপি, আর তৃতীয় থেকে অষ্টম ক্যাটাগরির ভিত্তিমূল্য ধাপে ধাপে নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৫ লাখ, ১ কোটি, ৭৫ লাখ, ৫০ লাখ, ৪০ লাখ ও ৩০ লাখ রুপি। এসব ক্যাটাগরিতে খেলোয়াড়ের সংখ্যা যথাক্রমে ৪, ১৭, ৪২, ৪, ৭ ও ২২৭ জন।

নিলামের আগে নতুন করে ৩৫ জন ক্রিকেটারকে তালিকায় যুক্ত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। এবার তার ভিত্তিমূল্য রাখা হয়েছে ১ কোটি রুপি— আগের মেগা নিলামের অর্ধেক। গতবার কলকাতা নাইট রাইডার্স তাকে ২ কোটিতে কিনে নিয়ে পরে ছেড়ে দেয়। তবে সাম্প্রতিক পারফরম্যান্স—বিশাখাপত্তমে ভারতের বিপক্ষে সেঞ্চুরি—তাকে আবার ফ্র্যাঞ্চাইজিগুলোর দৃষ্টিতে তুলে এনেছে। নতুন তালিকায় শ্রীলঙ্কার ত্রাভিন ম্যাথু, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা ও দুনিথ ভেল্লালাগেও আছেন।

বিসিসিআই জানিয়েছে, নিলাম শুরু হবে ক্যাপড ক্রিকেটারদের দিয়ে—ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার/ব্যাটার, পেসার ও স্পিনার। এরপর উঠবে আনক্যাপড খেলোয়াড়রা।

প্রথম পাঁচটি সেটে রয়েছে মূল তারকা ক্রিকেটাররা।

প্রথম সেটে ব্যাটার: ডেভন কনওয়ে, জেক ফ্রেজার ম্যাকগার্ক, ক্যামেরন গ্রিন, সরফরাজ খান, ডেভিড মিলার ও পৃথ্বী শ।

দ্বিতীয় সেটে অলরাউন্ডার: গাস অ্যাটকিনসন, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দীপক হুডা, বেঙ্কটেশ আইয়ার, লিয়াম লিভিংস্টোন, উইয়ান মুল্ডার ও রাচিন রবীন্দ্র।

তৃতীয় সেটে উইকেটরক্ষক: ফিন অ্যালেন, জনি বেয়ারস্টো, শ্রীকর ভরত, কুইন্টন ডি কক, বেন ডাকেট, রহমানউল্লাহ গুরবাজ ও জেমি স্মিথ।

চতুর্থ সেটে পেসার: জেরাল্ড কোয়েৎজি, আকাশদীপ, মুস্তাফিজুর রহমান, জেকব ডাফি, ফজলহক ফারুকি, ম্যাট হেনরি, স্পেনসার জনসন, শিবম মাভি, এনরিখ নর্কিয়া ও মাথিশা পাথিরানা।

পঞ্চম সেটে স্পিনার: রবি বিষ্ণুই, রাহুল চাহার, আকিল হোসেন, মুজিব উর রহমান ও মাহিশ থিকশানা।

চূড়ান্ত নিলামে জায়গা পেলেন যে ৩৫০ জন ক্রিকেটার তাদের তালিকা দেখুন - এই লিংকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম