গম্ভীরের সিদ্ধান্তের সমালোচনায় যা বললেন আফ্রিদি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বর্তমান সময়ে ব্যাটিংয়ে দুর্দান্ত পারদর্শীদের মধ্যে একজন ভারতীয় ব্যাটার রোহিত শর্মা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি নিজের নামেই করে রেখেছেন। পাকিস্তানের প্রাক্তন তারকা শহিদ আফ্রিদির দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছেন তিনিই। আফ্রিদি ভারতীয় এই ব্যাটারকে নিয়ে আনন্দ প্রকাশ করলেও সমালোচনা করেছেন ভারতের কোচ গৌতম গম্ভীরের কাজের।
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড আগে পাকিস্তানের শহিদ আফ্রিদির ছিল, যিনি ৩৯৮ ম্যাচে ৩৫১টি ছক্কা হাঁকিয়েছিলেন। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রোহিত সেই রেকর্ড টপকেছেন। আফ্রিদি বলেন, ‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। আমি খুশি যে আমার প্রিয় একজন খেলোয়াড়ই এই রেকর্ড ভেঙেছে।’
আইপিএলে ডেকান চার্জার্সের হয়ে খেলার সময় আফ্রিদি রোহিতকে কাছে থেকে দেখেছেন এবং তার ব্যাটিং প্রতিভা দেখে মুগ্ধ হয়েছেন। তিনি আরও বলেন, ‘আমি তখনই জানতাম রোহিত একদিন ভারতের হয়ে খেলবে। ও নিজেকে সেরা ব্যাটারের মধ্যে প্রমাণ করেছে।’
তবে আফ্রিদি রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রতি গৌতম গম্ভীরের দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তকে সমর্থন করেননি। গম্ভীরের কোচিংয়ে রোহিত-কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছিল এবং তাদের ওয়ানডে ক্যারিয়ারও প্রশ্নের মুখে পড়েছিল।
আফ্রিদি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজে দু’জনের পারফরম্যান্স অসাধারণ ছিল। গম্ভীর এমন ভাবছেন যেন সব সময় ওর কথাই ঠিক, কিন্তু এমন সম্ভব নয়। রোহিত ও বিরাট এখনও ভারতীয় দলের মেরুদণ্ড। ওদের দক্ষভাবে ব্যবহার করা উচিত।’

