Logo
Logo
×

বিনোদন

যে অবস্থায় থাকেন না কেন, নামাজ পড়ুন: মিশা সওদাগর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:৩৩ পিএম

যে অবস্থায় থাকেন না কেন, নামাজ পড়ুন: মিশা সওদাগর

ঢালিউডের জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগরের গত বুধবার (১৬ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসায় নেটিজেনদের মাঝে তোলপাড় শুরু হয়। সেই ভিডিও নিয়ে দাবি করা হয়— চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর একদল জনগণের হাতে মারধরের শিকার হয়েছেন। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় অনেকেই সেটি বিশ্বাস করেন। পরে মিশা সওদাগর জানিয়ে দেন ঘটনা সত্যি নয়। তিনি মবের শিকার হয়েছেন। তবে মিশা সওদাগরের পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল, হাসপাতালে অপারেশন হয়েছে। তিনি ভালো আছেন। দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তিনি বলেন, ভিডিওটি ভিত্তিহীন। অনুরোধ করছি— কারও বিভ্রান্তিকর পোস্টে কান দেবেন না।

এ জনপ্রিয় খল-অভিনেতা ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন। তিনি পর্দায় যেভাবে নিজেকে খলচরিত্রে অভিনয় করেন, ঠিক সেভাবেই বাস্তব জীবনে অভিনেতা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। রোজার মাসে পুরো মাস রোজা রাখেন। এটা আমরা অনেকবারই গণমাধ্যম সূত্রে জেনেছি। অভিনেতার ধর্মীয় প্রেম মুগ্ধ করে তার ভক্ত-অনুরাগীদেরও। 

আজ বুধবার (২১ মে) বাংলাদেশ স্থানীয় সময় ৫টার দিকে সামাজিক মাধ্যমে ছবি ও  একটি স্ট্যাটাস দিয়েছেন মিশা সওদাগর। সেখানে তার ভক্ত-অনুরাগীদের প্রতি নামাজ কায়েম করার আহ্বান জানিয়েছেন তিনি।

অভিনেতার পায়ের অস্ত্রোপচারের একটি ছবি শেয়ার করে মিশা লিখেছেন, ‘সুস্থ বা অসুস্থ যে অবস্থায় থাকেন না কেন, নামাজ কায়েম করতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক।’  

সামাজিক মাধ্যমে মিশা সওদাগরের এ পোস্টটি ভাইরাল হতেও তার ভক্ত-অনুরাগীরা সহমত প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে অনেকেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন। 

উল্লেখ্য,  ২০১৬ সালে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন মিশা সওদাগর। সেই সিনেমায় বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান তিনি। পরে চিকিৎসকরা জানিয়েছিলেন তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

মিশা সওদাগর

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম