Logo
Logo
×

সুস্থ থাকুন

রমজানে হৃদরোগীদের ওষুধ

Icon

ডা. ইকবাল মাহমুদ

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রমজানে হৃদরোগীদের ওষুধ

হৃদরোগীরা রোজায় ওষুধ কীভাবে সমন্বয় করবেন, তা জানা প্রয়োজন। সাধারণত রমজানে দুবেলা খাওয়ার ওষুধগুলো সবাই অগ্রাধিকার দিয়ে থাকেন। একই ওষুধের মধ্যে যেগুলো দীর্ঘক্ষণ কাজ করে সেগুলো ব্যবহার করা উচিত। সকালের ওষুধগুলো ইফতারে, রাতের ওষুধগুলো সেহরিতে নেওয়া যায়।

তবে ডাইইউরেটিক (Lasix, Fusid, Frulac, Spirocard, Dytor. etc.) জাতীয় ওষুধ সন্ধ্যায় খেতে হবে। এগুলো সেহরিতে খেলে সারা দিন প্রস্রাবের সঙ্গে শরীরের সব পানি বের হয়ে পানিশূন্যতা, প্রেসার কমে যাওয়াসহ নানা সমস্যা তৈরি করতে পারে। প্রেসারের ওষুধের ক্ষেত্রেও যেগুলো ডাইইউরেটিক জাতীয় সেগুলো সন্ধ্যায় খেতে হবে। কেউ যদি শুধু একটা প্রেসারের ওষুধ খান সেটাও ইফতার বা সন্ধ্যায় খেলে ভালো। হার্টের রোগীদের কমন ওষুধগুলোর মধ্যে একটি হলো অ্যান্টিপ্লাটিলেট (Ecosprin, Lopirel, Clopid AS, Odrel, Asclop etc.) বা রক্ত জমাট না বাঁধার ওষুধ।

এগুলো সাধারণত চিকিৎসকরা দুপুরে খাবার পরে দিয়ে থাকেন। রমজানে এগুলো ইফতার বা সেহরির যে কোনো সময় খাওয়া যেতে পারে। তবে ইফতারের পরে খেলে ভালো।

লেখক : হৃদরোগ বিশেষজ্ঞ

রমজান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম