পায়ের হাড় ভাঙলে করণীয় কী

 ডা. মিজানুর রহমান কল্লোল  
২৮ মে ২০২৩, ১২:৩৮ পিএম  |  অনলাইন সংস্করণ

পায়ের হাড় বলতে হাঁটুর নিচ থেকে গোড়ালির গাঁট পর্যন্ত টিবিয়া ও ফিবুলা নামক দুটো হাড়কে বোঝায়। যে কোনো অ্যাক্সিডেন্টে এ দুটো হাড়ের যে কোনো একটি অথবা দুটি হাড়ই ভেঙে যেতে পারে। হাড় ভেঙে গেলে জায়গাটা ফুলে ওঠে এবং রোগী প্রচণ্ড ব্যথা অনুভব করে।

* কী করতে হবে

▶ রোগীকে চিত করে লম্বালম্বিভাবে শোয়ান, যেন তার পায়ের আঙুলগুলো ঊর্ধ্বমুখী থাকে।

▶ আহত পা নিশ্চল বা অনড় রাখার জন্য ওই পায়ের দু’পাশে হাঁটুর ওপর থেকে গোড়ালি পর্যন্ত কাপড়ে প্যাঁচানো কাঠের পাত বা স্প্লিন্টার রেখে ব্যান্ডেজ দিয়ে কয়েকটি বাঁধন দিতে হবে। কাঠের পাত পাওয়া না গেলে বাঁশের চটি ব্যবহার করতে পারেন, তবে বাঁশের চটি অবশ্যই কাপড় দিয়ে পেঁচিয়ে নিতে হবে। লক্ষ রাখতে হবে, ভাঙা স্থানের ওপর সরাসরি কোনো ব্যান্ডেজ যেন না বাঁধা হয়। আরও লক্ষ রাখতে হবে, বাঁধনের ফলে পা এবং পায়ের পাতায় যেন রক্ত সঞ্চালন ব্যাহত না হয়।

▶ তারপর রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নেওয়ার সময় লক্ষ রাখতে হবে পায়ের ওপর যেন কোনো চাপ না পড়ে।

লেখক : সহযোগী অধ্যাপক অর্থপেডিক বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন