চোখের চিকিৎসায় যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি
দেশে চোখের চিকিৎসায় যুক্ত হলো নতুন এক অত্যাধুনিক প্রযুক্তি, যা দিয়ে খুব দ্রুত ও নিখুঁতভাবে রোগীদের সেবা দেওয়া সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। নতুন এ প্রযুক্তিটির নাম 'ভিজ্যুম্যাক্স-৮০০'।
শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এটির প্রদর্শনীর আয়োজন করা হয়।
অপটিকস ও অপটোইলেকট্রনিক্স টেকনোলজি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করা 'জায়েস' ও 'বাংলাদেশ আই হসপিটাল' যৌথভাবে ‘অপথালমিক কনক্লেভ ২০২৩’ আয়োজন করে।
চিকিৎসকরা জানান, 'ভিজ্যুম্যাক্স-৮০০'একটি যুগান্তকারী ফেমটোসেকেন্ড লেজার প্ল্যাটফর্ম, যা চোখের বিভিন্ন চিকিৎসা নির্ভুল ও নিরাপদ প্রক্রিয়ায় সম্পাদন করতে সহায়তা করে।
বাংলাদেশ আই হাসপাতালের চেয়ারম্যান ও চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান চৌধুরী যুগান্তরকে বলেন, উন্নত এ প্রযুক্তির মাধ্যমে সার্জনরা আরও নির্ভরতার সঙ্গে স্বল্প সময়ে ল্যাসিক এবং স্মাইলের মতো কর্নিয়াল রিফ্র্যাকটিভ সার্জারি সম্পন্ন করতে পারবেন। অভিনব এ ডিভাইসটি রোগীদের স্বাচ্ছন্দ্য, দ্রুত আরোগ্য লাভ ও দৃষ্টির স্বচ্ছতা নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, 'ভিজ্যুম্যাক্স-৮০০' এর সঙ্গে রয়েছে সার্জিক্যাল মাইক্রোস্কোপ কোয়াটেরা-৭০০, যা অনন্য কার্যকারিতা ও মানসম্মত প্রক্রিয়ার মাধ্যমে আধুনিক সার্জারির বিভিন্ন প্রয়োজনীয়তা মেটাতে সহায়তা করে।
চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. নুসরাত বিনতে নিজাম যুগান্তরকে বলেন, আগে ছানি অপারেশনে যেসব প্রযুক্তি ব্যবহার হতো, সেগুলোতে আমরা কিছুটা সমস্যার সম্মুখীন হতাম। তবে এ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে সে ধরনের সমস্যা দূর হবে বলে আশা করি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোদাসসের আলী, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ প্রমুখ।
চোখের চিকিৎসায় যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি
যুগান্তর প্রতিবেদন
০৩ জুন ২০২৩, ১৩:২২:৪৬ | অনলাইন সংস্করণ
দেশে চোখের চিকিৎসায় যুক্ত হলো নতুন এক অত্যাধুনিক প্রযুক্তি, যা দিয়ে খুব দ্রুত ও নিখুঁতভাবে রোগীদের সেবা দেওয়া সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। নতুন এ প্রযুক্তিটির নাম 'ভিজ্যুম্যাক্স-৮০০'।
শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এটির প্রদর্শনীর আয়োজন করা হয়।
অপটিকস ও অপটোইলেকট্রনিক্স টেকনোলজি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করা 'জায়েস' ও 'বাংলাদেশ আই হসপিটাল' যৌথভাবে ‘অপথালমিক কনক্লেভ ২০২৩’ আয়োজন করে।
চিকিৎসকরা জানান, 'ভিজ্যুম্যাক্স-৮০০'একটি যুগান্তকারী ফেমটোসেকেন্ড লেজার প্ল্যাটফর্ম, যা চোখের বিভিন্ন চিকিৎসা নির্ভুল ও নিরাপদ প্রক্রিয়ায় সম্পাদন করতে সহায়তা করে।
বাংলাদেশ আই হাসপাতালের চেয়ারম্যান ও চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান চৌধুরী যুগান্তরকে বলেন, উন্নত এ প্রযুক্তির মাধ্যমে সার্জনরা আরও নির্ভরতার সঙ্গে স্বল্প সময়ে ল্যাসিক এবং স্মাইলের মতো কর্নিয়াল রিফ্র্যাকটিভ সার্জারি সম্পন্ন করতে পারবেন। অভিনব এ ডিভাইসটি রোগীদের স্বাচ্ছন্দ্য, দ্রুত আরোগ্য লাভ ও দৃষ্টির স্বচ্ছতা নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, 'ভিজ্যুম্যাক্স-৮০০' এর সঙ্গে রয়েছে সার্জিক্যাল মাইক্রোস্কোপ কোয়াটেরা-৭০০, যা অনন্য কার্যকারিতা ও মানসম্মত প্রক্রিয়ার মাধ্যমে আধুনিক সার্জারির বিভিন্ন প্রয়োজনীয়তা মেটাতে সহায়তা করে।
চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. নুসরাত বিনতে নিজাম যুগান্তরকে বলেন, আগে ছানি অপারেশনে যেসব প্রযুক্তি ব্যবহার হতো, সেগুলোতে আমরা কিছুটা সমস্যার সম্মুখীন হতাম। তবে এ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে সে ধরনের সমস্যা দূর হবে বলে আশা করি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোদাসসের আলী, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023