Logo
Logo
×

অন্যান্য

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো

সিডনিতে যমুনা গ্রুপ পরিচালকের সঙ্গে এবিবিএফ সভাপতির সৌজন্য সাক্ষাৎ

Icon

নাইম আবদুল্লাহ, সিডনি থেকে

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৪:৩০ পিএম

সিডনিতে যমুনা গ্রুপ পরিচালকের সঙ্গে এবিবিএফ সভাপতির সৌজন্য সাক্ষাৎ

সিডনিতে যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক ও বিজিএমইএ’র পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবিবিএফ সভাপতি আবদুল খান রতন। ছবি: যুগান্তর

অস্ট্রেলিয়ার সিডনিতে সফররত যমুনা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক ও বিজিএমইএ’র পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের (এবিবিএফ) সভাপতি আবদুল খান রতন।  

বুধবার দুপুরে সিডনির ফোর সিজন হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে ফোরাম সভাপতি আবদুল খান রতন আগামী ১ ও ২ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো’-এর বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, এই এক্সপোতে প্রায় ৪০০০ দর্শনার্থীর অংশগ্রহণ প্রত্যাশিত, যেখানে ১০০টিরও বেশি প্রদর্শনী স্টল থাকছে। এতে অংশগ্রহণ করবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ৩০টিরও বেশি চেম্বার অব কমার্স এবং ব্যবসায়িক সংগঠন।

এক্সপোতে থাকছে এক্সক্লুসিভ B2B বৈঠক, যেখানে দুই দেশের উদ্যোক্তারা রপ্তানি-আমদানি ও বিনিয়োগ নিয়ে সরাসরি আলোচনা করতে পারবেন। পাশাপাশি অনুষ্ঠিত হবে সেমিনার ও আলোচনা সভা, যেখানে ৮টি গুরুত্বপূর্ণ খাতসহ তুলে ধরা হবে দুই দেশের মধ্যকার ২৬টি কৌশলগত খাত।

যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন এই এক্সপোতে যমুনা গ্রুপের অংশগ্রহণসহ বিজিএমইএ’র পক্ষ থেকেও সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। এই এক্সপো অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে ফোরাম সভাপতিকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন প্রাইম জিন্স কালচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমজেড আহমেদ রুবেল। তিনি এক্সপোর সঙ্গে সম্পৃক্ততার কথা তুলে ধরে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের পরিচালক সৈয়দ রহমান মিঠু ও শফিক শেখ।
Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম