Logo
Logo
×

অর্থনীতি

আজকের মুদ্রার রেট: ১৭ নভেম্বর ২০২৫

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৩০ এএম

আজকের মুদ্রার রেট: ১৭ নভেম্বর ২০২৫

প্রতীকী ছবি

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। দেশের কোটি মানুষ আছেন প্রবাসে। বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশিদের পাঠানো অর্থে সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে আজকের (১৭ নভেম্বর, ২০২৫) মুদ্রার বিনিময় হার তুলে ধরা হলো।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, সোমবার দেশের মুদ্রা বাজারে ডলার কেনার দাম ধরা হচ্ছে ১২২.৪০ টাকা। বিক্রির দাম ১২২.৪৮ টাকা। গড় বিনিময় হার ১২২ টাকা ৪০ টাকা। ইউরো কেনার ক্ষেত্রে দাম ধরা হয়েছে ১৪২ টাকা ২২ পয়সা এবং বিক্রির ক্ষেত্রে দাম ধরা হয়েছে ১৪২ টাকা ৩৪ পয়সা। মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।*

মুদ্রাক্রয় (টাকা)বিক্রয় (টাকা)
ইউএস ডলার১২২.৪০১২২.৪৮
পাউন্ড১৬১.১৭১৬১.৩৯
ইউরো১৪২.২২

১৪২.৩৪

জাপানি ইয়েন০.৭৮০.৭৯
অস্ট্রেলিয়ান ডলার৮০.০০৮০.০৭
সিঙ্গাপুর ডলার৯৪.২৪

৯৪.৩৬

কানাডিয়ান ডলার৮৭.২৬৮৭.৩৬
ইন্ডিয়ান রুপি১.৩৮১.৩৮
সৌদি রিয়েল৩২.৫৭৩২.৫৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম