Logo
Logo
×

অর্থনীতি

ডিসেম্বরেই এক লাখ প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনবে এনবিআর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম

ডিসেম্বরেই এক লাখ প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনবে এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি মাসের মধ্যেই আরও এক লাখ প্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) নিবন্ধনের আওতায় আনতে চায়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভ্যাট দিবস উপলক্ষে রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, রাজস্ব আদায়ে বড় চ্যালেঞ্জ হলো ভ্যাট প্রদানকারী ব্যবসায়ীদের সংখ্যা কম থাকা।

বর্তমানে দেশে প্রায় ৬ লাখ ৪৪ হাজার ভ্যাট–নিবন্ধিত ব্যবসায়ী আছে, যা দেশের মোট ব্যবসা প্রতিষ্ঠানের তুলনায় যথেষ্ট কম বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, এ বছর ভ্যাট দিবসের মূল গুরুত্ব দেওয়া হয়েছে ভ্যাট নিবন্ধন বাড়ানোর ওপর। ডিসেম্বর মাসজুড়ে বিশেষ ড্রাইভ চালিয়ে বিভিন্ন ভ্যালু অ্যাডেড ট্যাক্স কমিশনারেটের মাধ্যমে নতুন এক লাখ নিবন্ধন সম্পন্ন করাই তাদের লক্ষ্য।

জরিপ অনুযায়ী কত প্রতিষ্ঠান এখনও ভ্যাটের বাইরে রয়েছে—এ প্রশ্নে তিনি জানান, সঠিক তথ্য হাতে না থাকলেও সংখ্যাটি ‘অত্যন্ত বড়’। অনিবন্ধিত ব্যবসায়ীর সংখ্যা এখনও ব্যাপক, ফলে এ খাতে কাজ করার সুযোগ অনেক।

আগামী এক থেকে দুই বছরের মধ্যে ৩০ থেকে ৪০ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার আশা প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অনলাইনে সহজ ‘ওয়ান-ক্লিক’ ভ্যাট রিটার্ন ব্যবস্থাও চালুর পরিকল্পনার কথা জানান তিনি।

তার মতে, ভ্যাট নিবন্ধন বাড়ানো অত্যন্ত জরুরি এবং নিবন্ধন ব্যবস্থা সঠিকভাবে গড়ে তুলতে পারলে সামগ্রিকভাবে ভ্যাট শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

প্রতিবছরের মতো এবারও ১০ থেকে ১৫ ডিসেম্বর ‘ভ্যাট সপ্তাহ’ পালন করবে এনবিআর। ‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’—এই প্রতিপাদ্য নিয়ে বুধবার থেকে দেশজুড়ে মাসব্যাপী নিবন্ধন প্রচারণা শুরু হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম