করোনা আক্রান্ত ইব্রাহিম খালেদের অবস্থা সংকটাপন্ন
যুগান্তর প্রতিবেদন
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫৬:১৪ | অনলাইন সংস্করণ
করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন।
বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া জানান, ১৯ ফেব্রুয়ারি থেকে উনার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রোববার বিকাল থেকে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হচ্ছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন।
তিনি আরও জানান, তার সম্ভবত ব্রেইন স্ট্রোক হয়েছে। তবে তার শারীরিক অবস্থার কারণে সিটি স্ক্যানের মাধ্যমে বিষয়টি পরীক্ষা করে দেখার সুযোগ নেই।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ১ ফেব্রুয়ারি খোন্দকার ইব্রাহিম খালেদকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনা আক্রান্ত ইব্রাহিম খালেদের অবস্থা সংকটাপন্ন
করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন।
বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া জানান, ১৯ ফেব্রুয়ারি থেকে উনার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রোববার বিকাল থেকে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হচ্ছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন।
তিনি আরও জানান, তার সম্ভবত ব্রেইন স্ট্রোক হয়েছে। তবে তার শারীরিক অবস্থার কারণে সিটি স্ক্যানের মাধ্যমে বিষয়টি পরীক্ষা করে দেখার সুযোগ নেই।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ১ ফেব্রুয়ারি খোন্দকার ইব্রাহিম খালেদকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।