আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকদের একাধিক পদ ছাড়তে আরও সময়
যুগান্তর প্রতিবেদন
২৮ জুন ২০২২, ১৮:৫২:৩০ | অনলাইন সংস্করণ
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকদের তাদের সহযোগী প্রতিষ্ঠানের পদ থেকে পদত্যাগের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানের যেসব পরিচালক পর্ষদের সহায়ক কোনো কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত থাকেন, তবে তাকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ওই পদ থেক পদত্যাগ করতে হবে।
আগের এক নির্দেশনায় আগামী ৩০ জুনের মধ্যে পদত্যাগ করতে বলা হয়েছিল। আর্থিক খাতে দক্ষ জনবলের সংকট থাকায় প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানগুলোর পর্ষদের চেয়ারম্যান ও পরিচালকরা পর্ষদ সহায়ক বিভিন্ন কমিটির চেয়ারম্যান পদে থাকেন। এর মধ্যে নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি ইত্যাদি। এসব কমিটি প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব কমিটির চেয়ারম্যান পদে যারা থাকেন তারা খুবই গুরুত্বপূর্ণ কাজ করেন। তারা যদি সহযোগী কোনো প্রতিষ্ঠানের পর্ষদে থাকেন তাহলে মূল প্রতিষ্ঠানের কার্যক্রম বাধাগ্রস্ত হয়।
এ কারণে ওইসব কমিটির চেয়ারম্যানরা সহযোগী প্রতিষ্ঠানের পর্ষদে থাকতে পারবেন না বলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাদেরকে আগামী ৩০ জুনের মধ্যে পদত্যাগ করতে বলা হয়েছিল। কিন্তু তারা এই মুহূর্তে পদত্যাগ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে দক্ষ জনবল ও নেতৃত্বেও সংকট দেখা দিতে পারে বলে এর মেয়াদ বাড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করে। এর আলোকে কেন্দ্রীয় ব্যাংক পদত্যাগের মেয়াদ ছয় মাস বাড়িয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকদের একাধিক পদ ছাড়তে আরও সময়
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকদের তাদের সহযোগী প্রতিষ্ঠানের পদ থেকে পদত্যাগের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানের যেসব পরিচালক পর্ষদের সহায়ক কোনো কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত থাকেন, তবে তাকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ওই পদ থেক পদত্যাগ করতে হবে।
আগের এক নির্দেশনায় আগামী ৩০ জুনের মধ্যে পদত্যাগ করতে বলা হয়েছিল। আর্থিক খাতে দক্ষ জনবলের সংকট থাকায় প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানগুলোর পর্ষদের চেয়ারম্যান ও পরিচালকরা পর্ষদ সহায়ক বিভিন্ন কমিটির চেয়ারম্যান পদে থাকেন। এর মধ্যে নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি ইত্যাদি। এসব কমিটি প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব কমিটির চেয়ারম্যান পদে যারা থাকেন তারা খুবই গুরুত্বপূর্ণ কাজ করেন। তারা যদি সহযোগী কোনো প্রতিষ্ঠানের পর্ষদে থাকেন তাহলে মূল প্রতিষ্ঠানের কার্যক্রম বাধাগ্রস্ত হয়।
এ কারণে ওইসব কমিটির চেয়ারম্যানরা সহযোগী প্রতিষ্ঠানের পর্ষদে থাকতে পারবেন না বলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাদেরকে আগামী ৩০ জুনের মধ্যে পদত্যাগ করতে বলা হয়েছিল। কিন্তু তারা এই মুহূর্তে পদত্যাগ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে দক্ষ জনবল ও নেতৃত্বেও সংকট দেখা দিতে পারে বলে এর মেয়াদ বাড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করে। এর আলোকে কেন্দ্রীয় ব্যাংক পদত্যাগের মেয়াদ ছয় মাস বাড়িয়েছে।