সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল বাংলা কারস
সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছে বাংলাদেশের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বাংলা কারস। দক্ষিণ এশিয়ায় মেনুফ্যাকচারার ক্যাটাগরিতে অটোমোবাইল ইন্ডাস্ট্রির সেরা পুরস্কার পেল প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার ঢাকার সোনারগাঁও হোটেলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকির হোসেন। বাংলা কারস হোসেন গ্রুপের সহযোগী একটি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। উপস্থিত ছিলেন শ্রীলংকা ও পাকিস্তানের হাইকমিশনার।
ব্যবসায়িক ক্ষেত্রে নিত্যনতুন উদ্ভাবন ও দক্ষতার বিচারে প্রতি বছর এই পুরস্কার দিতে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট (এসএপিএস) আয়োজন করা হয়। পুরস্কারের জন্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও ভুটানের বিভিন্ন ব্যবসায়িক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বিবেচনা করা হয়।
জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, বাংলা কার দেশের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি মাসে গড়ে ২০ থেকে ২৫টি গাড়ি বিক্রির অর্ডার আসছে। জাপানিজ ইসুজু ইঞ্জিন, চায়না বডি এবং ইন্দোনেশিয়ার চেসিস দিয়ে দেশীয় ডিজাইনে গাড়িগুলো তৈরি করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ২০০টির মতো বিভিন্ন মডেলের গাড়ি হস্তান্তর হয়েছে।
নারায়ণগঞ্জের পঞ্চবটিতে নিজস্ব কারখানায় নিজস্ব নকশায় মাসে অন্তত ৩০টি গাড়ি তৈরি করছে বাংলা কারস লিমিটেড। গাড়িগুলোতে লেখা থাকছে ‘মেইড ইন বাংলাদেশ।’
সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল বাংলা কারস
সংবাদ বিজ্ঞপ্তি
২৩ সেপ্টেম্বর ২০২২, ২০:০৭:০১ | অনলাইন সংস্করণ
সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছে বাংলাদেশের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বাংলা কারস। দক্ষিণ এশিয়ায় মেনুফ্যাকচারার ক্যাটাগরিতে অটোমোবাইল ইন্ডাস্ট্রির সেরা পুরস্কার পেল প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার ঢাকার সোনারগাঁও হোটেলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকির হোসেন। বাংলা কারস হোসেন গ্রুপের সহযোগী একটি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। উপস্থিত ছিলেন শ্রীলংকা ও পাকিস্তানের হাইকমিশনার।
ব্যবসায়িক ক্ষেত্রে নিত্যনতুন উদ্ভাবন ও দক্ষতার বিচারে প্রতি বছর এই পুরস্কার দিতে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট (এসএপিএস) আয়োজন করা হয়। পুরস্কারের জন্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও ভুটানের বিভিন্ন ব্যবসায়িক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বিবেচনা করা হয়।
জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, বাংলা কার দেশের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি মাসে গড়ে ২০ থেকে ২৫টি গাড়ি বিক্রির অর্ডার আসছে। জাপানিজ ইসুজু ইঞ্জিন, চায়না বডি এবং ইন্দোনেশিয়ার চেসিস দিয়ে দেশীয় ডিজাইনে গাড়িগুলো তৈরি করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ২০০টির মতো বিভিন্ন মডেলের গাড়ি হস্তান্তর হয়েছে।
নারায়ণগঞ্জের পঞ্চবটিতে নিজস্ব কারখানায় নিজস্ব নকশায় মাসে অন্তত ৩০টি গাড়ি তৈরি করছে বাংলা কারস লিমিটেড। গাড়িগুলোতে লেখা থাকছে ‘মেইড ইন বাংলাদেশ।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023