ঢাকায় হেলথ অ্যান্ড ফিটনেস এক্সপো শুরু

 যুগান্তর প্রতিবেদন 
০১ ডিসেম্বর ২০২২, ০৯:২৪ পিএম  |  অনলাইন সংস্করণ

‘হেলথ অ্যান্ড ফিটনেস’ ও হসপিটালিটি সলিউশনস অ্যান্ড হোটেল অ্যান্ড রিসোর্ট ইকুইপমেন্ট ‘এইচএইচ এক্সপো ২০২২’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। 

৬ষ্ঠ বারের মতো তিন দিনব্যাপী এ প্রদর্শনী স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের উদ্যোগে চলবে শনিবার পর্যন্ত। 

প্রদর্শনীটি এই তিন দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন এএসএইচআরএইয়ের বাংলাদেশ চেপ্টারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাসমতুজ্জামান, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ আলমাস কবীর, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির ভারপ্রাপ্ত মহাসচিব আল মামুন মৃধা, ফেডারেশন অব পাঞ্জাব স্মল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি বদিশ জিন্দাল, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান ও স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়জুল আলম।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন