অর্থনীতির স্বার্থে পুঁজিবাজারে পরিবর্তন আনতে হবে: ডিএসই চেয়ারম্যান
যুগান্তর প্রতিবেদন
২১ মার্চ ২০২৩, ২২:৩৬:০১ | অনলাইন সংস্করণ
অর্থনীতির স্বার্থে দেশের বাজারে পরিবর্তন আনতে হবে। এক্ষেত্রে সবার সহযোগিতা দরকার। সম্মিলিতভাবে বাজারকে এগিয়ে নিতে হবে। ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের (ডিবিএ) নেতাদের সঙ্গে বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু মঙ্গলবার এ কথা বলেন।
ডিএসইর কার্যালয়ে এ বৈঠকে বক্তব্য রাখেন সভাপতি রিচার্ড ডি রোজারিও। এ সময় উপস্থিত ছিলেন- ডিবিএর সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম, সহ-সভাপতি সাইফুদ্দিন, ডিএসইর পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, আফজাল হোসেন এবং রুবাবা দৌলা, পরিচালক শাকিল রিজভী এবং ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার প্রমুখ।
ডিএসই চেয়ারম্যান বলেন, সবার সহযোগিতায় আমরা বাজারের উন্নয়ন করতে চাই। আমরা বিশ্বাস করি, ব্রোকারেজ অ্যাসোসিয়েশন ছাড়া পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়। এখানে আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নেই। সবার সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজার সামনে নিয়ে যাব।
হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, অন্যান্য দেশের মতো আমাদেরও সবকিছু অটোমেটেড হতে হবে। না হলে বাজার উন্নত হবে না। আপনারা একটি গতিশীল মার্কেট চান। তেমনি আমরা একটি শক্তিশালী বোর্ড চাই। কারণ শক্তিশালী বোর্ড একটি ভালো পরিবেশ তৈরি করতে পারে। পুঁজিবাজারকে ব্র্যান্ডিং করতে হবে। সাধারণ মানুষের কাছে পুঁজিবাজার সম্পর্কে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা পরিবর্তন করতে হবে।
রিচার্ড ডি রোজারিও বলেন, পুঁজিবাজার আগামীতে আরও বেশি উচ্চতা এবং সাফল্য অর্জন করবে। আপনাদের একাডেমিক রেকর্ড, দক্ষতা এবং আইসিটি জগতের বহুমুখী পেশাদারিত্ব অভিজ্ঞতায় পুঁজিবাজারের গতিশীলতা আনয়ন করবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অর্থনীতির স্বার্থে পুঁজিবাজারে পরিবর্তন আনতে হবে: ডিএসই চেয়ারম্যান
অর্থনীতির স্বার্থে দেশের বাজারে পরিবর্তন আনতে হবে। এক্ষেত্রে সবার সহযোগিতা দরকার। সম্মিলিতভাবে বাজারকে এগিয়ে নিতে হবে। ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের (ডিবিএ) নেতাদের সঙ্গে বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু মঙ্গলবার এ কথা বলেন।
ডিএসইর কার্যালয়ে এ বৈঠকে বক্তব্য রাখেন সভাপতি রিচার্ড ডি রোজারিও। এ সময় উপস্থিত ছিলেন- ডিবিএর সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম, সহ-সভাপতি সাইফুদ্দিন, ডিএসইর পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, আফজাল হোসেন এবং রুবাবা দৌলা, পরিচালক শাকিল রিজভী এবং ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার প্রমুখ।
ডিএসই চেয়ারম্যান বলেন, সবার সহযোগিতায় আমরা বাজারের উন্নয়ন করতে চাই। আমরা বিশ্বাস করি, ব্রোকারেজ অ্যাসোসিয়েশন ছাড়া পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়। এখানে আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নেই। সবার সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজার সামনে নিয়ে যাব।
হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, অন্যান্য দেশের মতো আমাদেরও সবকিছু অটোমেটেড হতে হবে। না হলে বাজার উন্নত হবে না। আপনারা একটি গতিশীল মার্কেট চান। তেমনি আমরা একটি শক্তিশালী বোর্ড চাই। কারণ শক্তিশালী বোর্ড একটি ভালো পরিবেশ তৈরি করতে পারে। পুঁজিবাজারকে ব্র্যান্ডিং করতে হবে। সাধারণ মানুষের কাছে পুঁজিবাজার সম্পর্কে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা পরিবর্তন করতে হবে।
রিচার্ড ডি রোজারিও বলেন, পুঁজিবাজার আগামীতে আরও বেশি উচ্চতা এবং সাফল্য অর্জন করবে। আপনাদের একাডেমিক রেকর্ড, দক্ষতা এবং আইসিটি জগতের বহুমুখী পেশাদারিত্ব অভিজ্ঞতায় পুঁজিবাজারের গতিশীলতা আনয়ন করবে।