শেয়ারবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন

 যুগান্তর প্রতিবেদন 
২৪ মে ২০২৩, ১০:৩১ পিএম  |  অনলাইন সংস্করণ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)
ফাইল ছবি

শেয়ারবাজারে লেনদেন বেড়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ১০৯ কোটি টাকা লেনদেন হয়েছে। ডিএসইর এ লেনদেন চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। গত ২৭ এপ্রিল ডিএসইতে ৯৬৭ কোটি টাকা লেনদেন হয়েছিল। তবে ডিএসইর মূল্যসূচক বুধবার আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। তবে লেনদেন কমেছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। 
 
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে বুধবার ৩৬৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার, কমেছে ৯৯টি এবং অপরিবর্তিত রয়েছে ১৯১টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক শূন্য দশমিক ২৮ পয়েন্ট কমে ৬ হাজার ৩০৫ পয়েন্টে নেমেছে। 

অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় এক পয়েন্ট কমে এক হাজার ৩৬৯ পয়েন্টে নেমেছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৭৩ পয়েন্ট কমে ২ হাজার ১৯৫ পয়েন্টে নেমে এসেছে।  

দিনশেষে ডিএসইতে এক হাজার ১০৯ কোটি ৯৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৯২০ কোটি ৩০ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৮৯ কোটি ৬৩ লাখ টাকা। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে নাভানা ফার্মার শেয়ার। বুধবার কোম্পানিটির ৩৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। 

দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৭ লাখ টাকার। ৩০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। 

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় ছিল ওরিয়ন ইনফিউশন, জেনেক্স ইনফোসিস, জেমিনি সি ফুড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স। 

অপরদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক বুধবার ১৩ পয়েন্ট বেড়েছে। এদিনে প্রতিষ্ঠানটির মোট লেনদেন লেনদেন হয়েছে ১৫ কোটি ১ লাখ টাকা। আগের দিন যা ছিল ১৯ কোটি ৬১ লাখ টাকা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন