রপ্তানি খাতের ডলার ও ইউরো তহবিলের সুদ কমল

 যুগান্তর প্রতিবেদন 
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০ পিএম  |  অনলাইন সংস্করণ

রপ্তানিমুখী বস্ত্র ও চামড়া খাতের শিল্পগুলো আধুনিকায়নের জন্য গঠিত সবুজ অর্থায়নের ডলার ও ইউরো তহবিলের সুদের হার বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এখন থেকে এ তহবিল থেকে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে বৈদেশিক মুদ্রায় ঋণ দেওয়া হবে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নেবে ২ শতাংশ ও বাণিজ্যিক ব্যাংকগুলো নেবে ৩ শতাংশ। সুদের এ হার গত ১ জুলাই থেকে কার্যকর হবে। আগে সুদ হার ছিল সাড়ে ৮ থেকে সাড়ে ৭ শতাংশ।

এ বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট গ্রাহকদের জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে লন্ডন ইন্টার ব্যাংক অফার রেট বা লাইবর রেট বেড়ে যাওয়ার কারণে এ তহবিল থেকে ঋণের সুদের হারও বেড়ে গেছে। আগে এ তহবিল থেকে লাইবর রেটের (ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের হারের) সঙ্গে আড়াই শতাংশ যোগ করে ঋণের সুদের হার নির্ধারণ করা হতো। করোনার আগে লাইবর রেট ছিল দেড় থেকে ২ শতাংশ। এ হিসাবে ঋণের সুদ হতো ৪ থেকে সাড়ে ৪ শতাংশ। বর্তমানে লাইবর রেট বেড়ে ডলারে ৫ দশমিক ৯০ শতাংশ এবং ইউরোতে ৪ দশমিক ৮ শতাংশে উঠেছে। এর সঙ্গে আড়াই শতাংশ যোগ করলে সুদের হার দাঁড়ায় ডলারে ৮ দশমিক ৪০ শতাংশ এবং ইউরোতে ৭ দশমিক ৩০ শতাংশ। ফলে তহবিলের সুদের হার বেড়ে যাচ্ছে। এ কারণে এর সুদের হার কমিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫ শতাংশ নির্ধারণ করে দিয়েছে।

২০১৬ সালের জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক রপ্তানিমুখী তৈরি পোশাক ও চামড়াজাত শিল্প আধুনিকায়নে বা সবুজ কারখানায় রূপান্তর করতে ২০ কোটি ডলারের একটি তহবিল গঠন করে। ২০২০ সালে একই লক্ষ্যে ২০ কোটি ইউরোর আরও একটি তহবিল গঠন করে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন