সপ্তাহের শুরুর দিনে শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১৩টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে দিনশেষে ডিএসইর সূচক কমেছে ১৬ পয়েন্ট এবং বাজারমূলধন কমেছে ১ হাজার কোটি টাকা। তবে লেনদেন কিছুটা বেড়েছে। দরপতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।
বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থাহীনতায় বাজারের এই সংকট। তবে রোববার বেশ কিছু হাউজ থেকে ফোর্সড সেলের (বাধ্যতামূলক শেয়ার বিক্রি) অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, রোববার ডিএসইতে ৩০৮টি কোম্পানির লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার, কমেছে ১১৩টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬১টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর প্রধান সূচক রোববার ১৬ পয়েন্ট কমে ৬ হাজার ২৪০ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই ৩০ মূল্যসূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ১১০ পয়েন্টে নেমেছে।
ডিএসই শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৩ পয়েন্টে নেমেছে। তবে ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৭৩ কোটি ১০ লাখ টাকা বেশি।
অপরদিকে সিএসই-তে সার্বিক মূল্যসূচক কমেছে ৩৬ পয়েন্ট। বাজারটিতে এদিন দাম বেড়েছে ২৪টি কোম্পানির শেয়ারের, কমেছে ৫৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৭ কোটি ৭৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬ কোটি ১২ লাখ টাকা।
এদিকে বিডি সান লাইফ থেকে ফোর্সড সেলের অভিযোগ করেছেন শারজিনা শবনম বর্না নামে একজন বিনিয়োগকারী। তিনি জানান, বিডি সান লাইফ হাউজে তার ২৫৬২২ নম্বর কোড থেকে তার আরডি ফুডের ২৫ হাজার শেয়ার বিক্রি করে দেওয়া হয়েছে। এতে তিনি তার সব পুঁজি হারিয়ে ফেলেছেন।