৫০ পয়সা কমে ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
যুগান্তর প্রতিবেদন
০৮ জুন ২০২২, ২২:২৯:২৬ | অনলাইন সংস্করণ
ডলারের দাম টানা ঊর্ধ্বগতির মধ্যে মার্কিন মুদ্রাটি ৫০ পয়সা কমে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বুধবার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার বিক্রি করেছে ৯১ টাকা ৫০ পয়সা। আগের দিনও (মঙ্গলবার) বিক্রি হয় ৯২ টাকায়।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচারক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ডলারের রেট বুধবার একটু কমেছে। বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকের কাছে ৯১ টাকা ৫০ পয়সা রেটে ডলার বিক্রি করেছে।
এদিকে ডলারের দাম ব্যাংকগুলোর ওপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মুক্তবাজার পদ্ধতিতে চাহিদা বেশি থাকায় ডলারের দাম কয়েক মাস ধরে বেড়েই চলছিল। ডলারের বিপরীতে গত দুদিনে টাকার মান তিনবার কমে।
শুধু আন্তঃব্যাংক লেনদেনেই ২০২১ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত ডলারের বিপরীতে টাকার দরপতন হয়েছে ৩ শতাংশের বেশি। গত বছরের এপ্রিলে ডলারের বিনিময় হার ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। জুনে তা এক পয়সা বাড়লেও আগস্ট থেকে টাকার মান দ্রুত কমতে থাকে।আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দর ৯০ টাকার নিচে থাকলেও মে মাসের মাঝামাঝি সময়ে খোলা বাজারে ডলারের দাম ১০০ টাকা ছাড়িয়ে রেকর্ড গড়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
৫০ পয়সা কমে ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
ডলারের দাম টানা ঊর্ধ্বগতির মধ্যে মার্কিন মুদ্রাটি ৫০ পয়সা কমে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বুধবার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার বিক্রি করেছে ৯১ টাকা ৫০ পয়সা। আগের দিনও (মঙ্গলবার) বিক্রি হয় ৯২ টাকায়।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচারক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ডলারের রেট বুধবার একটু কমেছে। বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকের কাছে ৯১ টাকা ৫০ পয়সা রেটে ডলার বিক্রি করেছে।
এদিকে ডলারের দাম ব্যাংকগুলোর ওপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মুক্তবাজার পদ্ধতিতে চাহিদা বেশি থাকায় ডলারের দাম কয়েক মাস ধরে বেড়েই চলছিল। ডলারের বিপরীতে গত দুদিনে টাকার মান তিনবার কমে।
শুধু আন্তঃব্যাংক লেনদেনেই ২০২১ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত ডলারের বিপরীতে টাকার দরপতন হয়েছে ৩ শতাংশের বেশি। গত বছরের এপ্রিলে ডলারের বিনিময় হার ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। জুনে তা এক পয়সা বাড়লেও আগস্ট থেকে টাকার মান দ্রুত কমতে থাকে।আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দর ৯০ টাকার নিচে থাকলেও মে মাসের মাঝামাঝি সময়ে খোলা বাজারে ডলারের দাম ১০০ টাকা ছাড়িয়ে রেকর্ড গড়েছে।